অনবরত হামলায় অতিষ্ঠ! বাংলাদেশে ধৈর্যের বাঁধ ভাঙল হিন্দুদের, ঢাকার রাজপথে শুরু প্রতিবাদ

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক সপ্তাহ ধরে তুমুল রাজনৈতিক অস্থিরতা পরিলক্ষিত হয়েছে পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh)। শুধু তাই নয়, প্রতিবাদ এবং বিক্ষোভের তীব্রতায় ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে বাংলাদেশে (Bangladesh) মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। যদিও, ওই দেশে পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হিন্দুদের বিরুদ্ধে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটেছে।

বাংলাদেশে (Bangladesh) ধৈর্যের বাঁধ ভাঙল হিন্দুদের:

এমতাবস্থায়, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকা এবং উত্তর-পূর্বের বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভে সামিল হয়েছেন। শুধু তাই নয়, হিন্দুরা বাংলাদেশে মন্দির, তাঁদের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলা হামলার আবহে নিরাপত্তা চেয়েছেন। এর পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারকারীদের বিচার দ্রুত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের মতো অন্যান্য দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

   

Hindus started protests in Bangladesh.

হিন্দুদের ওপর আক্রমণ: জানিয়ে রাখি, গত শনিবার মধ্য ঢাকার শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদের মিছিলের কারণে তিন ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। ছাত্রসহ হাজার হাজার মুসলিম বিক্ষোভকারীও সংখ্যালঘুদের জন্য সংহতি প্রকাশ করতে তাঁদের সাথে বিক্ষোভে যোগ দেন। উল্লেখ্য যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশি (Bangladesh) হিন্দুরা আক্রমণ ও লুটপাঠের শিকার হয়েছেন। একাধিক হিন্দু মন্দির, বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। শুধু তাই নয়, এই হিংসায় নিহত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লিগ দলের সঙ্গে যুক্ত অন্তত দুই হিন্দু নেতা।

আরও পড়ুন: এবার এই পেপার ছাড়া পেট্রোল পাম্পে গেলেই হবে সর্বনাশ! মিলবে ১০ হাজারের চালান, লাগু নিয়ম

সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে: মিডিয়া রিপোর্টে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। “ঢাকা ট্রিবিউন” পত্রিকার খবর অনুযায়ী, সংখ্যালঘুদের অধিকারের পক্ষে শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ (Bangladesh) হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কাউন্সিল মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি দিয়েছে। যেখানে গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ৫২ জেলায় সংখ্যালঘুদের ওপর চলা ২০৫ টি হামলার ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! এবার এই কেন্দ্রীয় সংস্থায় মিলবে কাজ, জারি বিজ্ঞপ্তি, কিভাবে করবেন আবেদন?

পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, মোট আট দফার দাবিপত্র দিয়েছে আন্দোলনকারীরা। এর মধ্যে রয়েছে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলাকারীদের দ্রুত বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সংখ্যালঘু সুরক্ষা আইনের অবিলম্বে বাস্তবায়ন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর