ভারতেই তৈরি হবে SJ-100 বিমান! রাশিয়ার সংস্থার সঙ্গে হাত মেলাল HAL, কতটা প্রভাব পড়ল শেয়ারে?

Published on:

Published on:

Hindustan Aeronautics Limited signs major deal with Russian company.

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited) এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত, সংস্থাটি রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। যেখানে ২ টি কোম্পানি যৌথভাবে ভারতে SJ-100 বিমান তৈরি করবে। এই চুক্তিটি গত ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে মস্কোতে স্বাক্ষরিত হয়।

HAL (Hindustan Aeronautics Limited)-এর সঙ্গে সম্পন্ন হল বড় চুক্তি:

২০০ টিরও বেশি ইউনিটের উৎপাদন সম্পন্ন হয়েছে: জানিয়ে রাখি যে, SJ-100 হল দুই বিশিষ্ট বিমান। এই বিমানের বডি অত্যন্ত পাতলা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ১৬ টি বাণিজ্যিক বিমান সংস্থা এটি ব্যবহার করে। এখনও পর্যন্ত, SJ-100 বিমানের ২০০ ইউনিট তৈরি করা হয়েছে। এই অংশীদারিত্ব প্রমাণ করে যে ভারত এবং রাশিয়ার সিভিল এভিয়েশন সেক্টর দ্রুত একে অপরের কাছাকাছি আসছে। যার ফলে প্রত্যক্ষভাবে ভারতীয় কোম্পানিগুলি উপকৃত এবং লাভবান হবে।

এদিকে, ভারতের দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ১৯৬১ থেকে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো যাত্রীবাহী বিমানের সম্পূর্ণ উৎপাদন ভারতেই করা হবে। উল্লেখ্য যে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited) তৈরি শেষ বিমানটি ছিল AVRO HS748।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশনে সবুজ সঙ্কেত, ১ লক্ষ টাকার বেতনে হবে কত বৃদ্ধি?

ভারতের এভিয়েশন সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে: জানিয়ে রাখি যে, এভিয়েশন সেক্টরের সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে, আগামী ১০ বছরে ভারতে ২০০ টিরও বেশি যাত্রীবাহী বিমানের প্রয়োজন হবে। এছাড়াও, বিদেশের সঙ্গে যোগাযোগ উন্নত করার জন্য ৩৫০ টি বিমান প্রয়োজন হবে।

আরও পড়ুন: টাটা ট্রাস্টে একী কাণ্ড! রতন টাটার প্রিয়জনকেই অপসারণ করছে কোম্পানি

শেয়ার বাজারের প্রভাব: সাম্প্রতিক সময়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited) শেয়ারের দাম ভালো যাচ্ছে না। মঙ্গলবার BSE-তে এই কোম্পানির শেয়ারের দাম ৪,৭৫৯ টাকায় খোলে। তবে, বাজার বন্ধের সময়ে, এই শক্তিশালী প্রতিরক্ষা শেয়ারটি ০.৬৮ শতাংশ পতনের সঙ্গে ৪,৭২৪.৫০ টাকায় স্থির হয়। এই প্রতিরক্ষা স্টক গত বছর ধরে ১৩.৫৬ শতাংশ রিটার্ন প্রদান করেছে। এদিকে, গত প৫ বছরে কোম্পানির শেয়ারের দাম ১,২৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, এখানে বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)