বাংলায় ‘মোদী পাড়া’, বিজেপিতে যোগ দিয়েই পদযাত্রায় অংশগ্রহণ হিরণ চট্টোপাধ‍্যায়ের

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য তৃণমূল (tmc) ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী আনার শপথ নিয়েছেন তিনি। এবার বিজেপির হয়ে জোর কদমে প্রচারেও নেমে পড়েছেন হিরণ। রবিবার শ‍্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত পদযাত্রার আয়োজন করে বিজেপি।

‘রান ফর মোদী’ নামে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন হিরণ। রাজ‍্য কমিটির সদস‍্যরা ছাড়াও দিল্লি থেকেও এসেছিল বিশেষ টিম। ‘মোদীপাড়া’ লেখা গেরুয়া রঙের পোশাক পরে সকলের সঙ্গে পদযাত্রায় অংশ নেন হিরণ। এদিন ফের একবার বাংলা থেকে অলক্ষ্মী বিদায়ের প্রসঙ্গ তোলেন হিরণ।

IMG 20210221 165930
পাশাপাশি বাংলায় কর্মসংস্থানের দাবিও তোলেন তিনি। তিনি বলেন, “বাংলার যেসব ছেলেমেয়েরা কাজের জন‍্য বাইরে গিয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। আমরা চাই তারা ফিরে আসুক। সবার কর্মসংস্থান হোক।”

IMG 20210221 165841
অমিত শাহের নামখানার সভায় বিজেপিতে যোগ দেন হিরণ। অভিনেতার কথায়, এই বাংলা থেকে অলক্ষ্মীকে দূর করতে চান তিনি। যতদিন না বাংলায় লক্ষ্মী আসছে আর্থ সামাজিক বা পরিকাঠামোগত উন্নয়ন কিছুই হবে না। ভোটের আগে শুধু পাঁচ টাকায় ডিম ভাত খাইয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না, এমন মন্তব‍্যও করেন তিনি।

হিরণের ঘনিষ্ঠ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই যূব তৃণমূলের নেতা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই হিরণের। সেকথা তিনি দলের নেতৃত্বকে জানিয়েও ছিলেন। কিন্তু কোনো উত্তর আসেনি। এমনকি গত লোকসভা নির্বাচনে নিজের গাড়ি নিয়েও তিনি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। কিন্তু ভোট মিটতেই আর কেউ যোগাযোগও করেননি। তাই এবার মনে তীব্র ক্ষোভ নিয়েই বিজেপিতে আসেন হিরণ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর