ফের ফুল বদল? তৃণমূলের অফিসে ভাইরাল ছবির উত্তরে বিষ্ফোরক টুইট হিরণের

বাংলাহান্ট ডেস্ক: ফের চর্চায় বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তৃণমূলের (Trinamool Congress) অফিসে হাসিমুখে বসে থাকা খড়গপুরের বিধায়কের একটি ছবি যাবতীয় জল্পনা কল্পনার মূল। কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, বিজেপির এক তারকা বিধায়ক নাকি আবারো ফুল বদল করতে চলেছেন। এমনকি তিনি তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে এসে পৌঁছেছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু সরাসরি কোনো উত্তর না দিয়ে এক রকম এড়িয়েই গিয়েছিলেন হিরণ। তবে এবার অন্য কথা বলছে ভাইরাল ছবি।

গুঞ্জন ছড়িয়েছিল, বিজেপি থেকে পশ্চিম মেদিনীপুরের এক তারকা বিধায়ক এবং উত্তরবঙ্গের এক বিধায়ক নাকি দল বদলে তৃণমূলে যোগ দিতে চলেছেন। বিষয়টা নিয়ে আগেই নীরবতা ভেঙেছিলেন হিরণ চট্টোপাধ‍্যায় এবং শঙ্ক‍র ঘোষ (Shankar Ghosh)।

hiran chatterjee

সে সময়ে টুইটে পরোক্ষ ভাবে গুঞ্জনের জবাব দিয়েছিলেন হিরণও। তিনি জানিয়েছিলেন, গ্লোবাল সামিটে যোগ দিতে মধ‍্যপ্রদেশের ইন্দোরে গিয়েছেন তিনি। পরপর বেশ কয়েকটি টুইটে এক রকম নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন হিরণ।

কিন্তু শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায় তৃণমূলের অফিসে হাসিমুখে বসে রয়েছেন হিরণ। পাশে পিংলার বিধায়ক অজিত মাইতি। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। কিন্তু ভাইরাল ছবি ঘিরে প্রশ্ন উঠছে, ফের কি দলবদল করছেন হিরণ?

hiran chatterjee

জল্পনা যখন তুঙ্গে তখনি নজর কেড়ে নিল হিরণের টুইট করা একটি ভিডিও। কাঁথিতে বিজেপির জনসভায় জোর গলায় ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওটি শেয়ার করে হিরণ লিখেছেন, ‘এটি একটি পুরনো ভিডিও, আজকে পোষ্ট করলাম’। মনে করা হচ্ছে, ভাইরাল ছবিটি যে পুরনো পরোক্ষ ভাবে সেটাই স্পষ্ট করে দিলেন হিরণ। তাঁর বক্তব্যকে সমর্থন করে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ছবিটি পুরনো। হিরণের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে অহেতুক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর