তালিবানি কায়দায় বয়কট, বিজেপি বিধায়ক বলে টলিউডে কাজ করতে দেওয়া হচ্ছে না: হিরণ

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে বিজেপির উপর আক্রমণের অভিযোগ উঠছে। বারে বারে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এবার পক্ষপাতিত্বের অভিযোগ করলেন খোদ বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)।

খেলা হবে দিবস পালনের তোড়জোড় করছে তৃণমূল। পালটা বিজেপিও চালু করছে পশ্চিমবঙ্গ দিবস। এদিন মেদিনীপুরে কর্মসূচির সময় হিরণ অভিযোগ করেন, শুধুমাত্র তিনি বিজেপি বিধায়ক বলে টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তালিবানি কায়দায় বয়কট করে দেওয়া হচ্ছে। তৃণমূল নেতারা এসে বলছেন, এখানে শুটিং করা যাবে না। প্রযোজকরা নাকি তাঁকে ফোন করে বলছেন, পরিচালক তাঁকে বাদ দিয়ে দিয়েছেন। টলিউড দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, দাবি হিরণের।

Hiran Chatterjee
গত মাসে এই সময় নাগাদই খড়গপুর সদর ছয়লাপ হয়ে গিয়েছিল হিরণের নিখোঁজ হওয়ার পোস্টারে। পোস্টারে লেখা নানা রকম, কিন্তু প্রতিটির বক্তব‍্য একই। খড়গপুরের বিধায়ক হিরণ নিখোঁজ। তাঁকে খুঁজে দিতে পারলেই সেলফি তোলার সুযোগ মিলবে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল খড়গপুরে।

কিন্তু হিরণ সেই সময় কলকাতায় ছিলেন। বিধায়ক জানান, খড়গপুরের বাসিন্দাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কখনো তিনি যদি ফোন ধরতে না পারেন তবে পালটা ফোনও করেন। এসব পোস্টারের নেপথ‍্যে তৃণমূলের হাত রয়েছে বলে পরোক্ষে কটাক্ষও ছুঁড়েছিলেন হিরণ।

তবে খড়গপুরের বাসিন্দাদের অভিযোগ ছিল, এখানকার বিধায়ক নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু এখন কোনো কাজই করছেন না। অনেকেরই রুজি রোজগার বন্ধ, জুটছ না খাবার। সেদিকে তাঁর নজর নেই। করোনা পরিস্থিতিতেও তাঁর দেখা মেলেনি। বিধায়ক নাকি ‘স্নো পাউডার’ মেখে আসছেন আর রাউন্ড দিয়ে চলে যাচ্ছেন।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর