‘হিরণ তৃণমূলে আসার জন্য ছটফট করছে, ছবিটা একদম সত্যি”, এবার মুখ খুললেন অজিত

বাংলা হান্ট ডেস্ক : সেদিন, তাঁর সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতরে যান খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। যে ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ‘১০০ শতাংশ সত্যি’। হিরণ বিতর্কে এমনই দাবি করলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি। বিজেপি বিধায়ক তৃণমূলে (TMC) ফেরার জন্য ‘ছটফট’ করছেন বলেও দাবি করেছেন অজিত।

বিজেপি ছেড়ে হিরণের তৃণমূলে যোগদানের জল্পনা উড়ে বেড়ায় গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পর দিনই সাংবাদিক বৈঠক করে হিরণ জানিয়ে দেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন, এবং ভবিষ্যতে বিজেপিতেই থাকবেন। অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন হিরণ।

suvendu hiran

বিজেপি বিধায়কের আরও দাবি, তৃণমূল নেতাদেরই একাংশ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলবদল করার জন্য। এই বিষয়ে অজিত মাইতির দাবি, ‘ও আমার সঙ্গে অভিষেকের দফতরে গিয়েছিল। এতে কোনও ভুল নেই। যে ছবিটি প্রকাশ পেয়েছে তা ১০০ শতাংশ সত্যি। তাতেও কোনও ভুল নেই।’

অজিত মাইতি আরও দাবি করেন, তৃণমূল নেতৃত্ব হিরণকে ‘অপেক্ষা করা’র বার্তা দিয়েছেন। এ নিয়ে অজিত বলেন, ‘‘ওকে বলা হয়েছে, এখন তোমাকে অপেক্ষা করতে হবে। ও তো আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ও।’ অবশ্য, ভবিষ্যতে হিরণ তৃণমূলে ফেরার চেষ্টা করবে বলেই বিশ্বাস অজিতের। তাঁর কথায়, ‘আমি আজও জোর দিয়ে বলতে পারি, ও আমাদের দলে আবার আসার চেষ্টা করবে। কারণ ও তৃণমূলে আসার জন্য রীতিমতো ছটফট করছে।’

Sudipto

সম্পর্কিত খবর