বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। বাংলায় পদ্ম ফোটাতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলায় অমিত শাহ পা রাখবেন বলে জানা গিয়েছে। বাংলা থেকে লোকসভার ৪২টি আসনের প্রার্থী ছকে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বিজেপির জেতা আসনগুলির কয়েকটি ছাড়া বাকি আসনের প্রত্যেকটিতে তিন থেকে চারজন করে নাম জমা পড়েছে।
গেরুয়া শিবির সূত্রে খবর, ঘাটাল থেকে পরিকল্পনা করা হচ্ছে যে এবার প্রার্থী করা হতে পারে হিরনকে। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অগ্নিমিত্রা পলের সঙ্গে উঠে এসেছে হিরণের নাম। ঘাটালে এবারেও শাসক দলের হয়ে ময়দানে নামলেন দেব। দেবের বিপরীতে অবশ্য হিরণকেই তুরুপের তাস করতে চাইছে গেরুয়া বাহিনী।
আরোও পড়ুন : বাড়ল শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেনের স্টপেজ! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা রেলের
তবে শেষ পর্যন্ত সবটাই নির্ধারিত হবে শীর্ষ নেতৃত্বের আদেশেই। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে ঘোষণা করেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার করবে। এই ঘোষণার পর চাপে পড়েছে বঙ্গ–বিজেপি নেতারা। কারণ তাঁরা কাজও করেনি। আবার ভোটবাক্সে মুখ্যমন্ত্রীর ঘোষণা ফসল তুলবে।
গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় ঢোকার পরের দিনকেই ইসকনের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, “ফেব্রুয়ারির শেষে অমিত শাহ বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।” লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে শাহের ইসকন মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।