এই ভারতীয় বংশদ্ভূত হতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপতি! পরিচয় জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : ফের আমেরিকার (America) ভরতীয় বংশোদ্ভূতর জয়জয়াকার। আগেই দু’জন ছিলেন। এ বার ইউএস (United State of America) প্রেসিডেন্টের চেয়ার দখলের দৌড়ে নাম লেখালেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নাম হর্ষ বর্ধন সিং (Hirsh Bardhan Singh)। ৩৮ বছরের ওই যুবক পেশায় ইঞ্জিনিয়ার। তিনিও অন্য দুই ভারতীয় বংশোদ্ভূত, বিবেক রামস্বামী ও নিকি হ্যালির মতো রিপাবলিকান প্রার্থী হিসেবে আগামী বছর ইউএস প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ‘খাঁটি রক্ত আছে, এমন একমাত্র প্রার্থী’ তিনি, এমনটা দাবি করেছেন হর্ষ। হর্ষ দাবি করেন, তিনি কখনও কোভিড ভ্যাকসিনেশনের কাছে আত্মসমর্পণ করেননি অর্থাৎ করোনার টিকা নেননি।

রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূতের সংখ্যা এখন তিন। তবে প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প ভোটে লড়তে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। কারণ, তাঁর উপর একাধিক মামলা ঝুলছে। ইউএস প্রেসিডেন্ট হওয়ার জন্য তাঁর দৌড় শুরু করার কথা হর্ষ সিং নিজেই ঘোষণা করেছেন টুইটারে এক ভিডিয়ো-বার্তায়। সেখানে তিনি নিজেকে এক জন ‘জীবনভর রিপাবলিকান’ এবং নিউ জার্সি রিপাবলিকান পার্টির কনজ়ারভেটিভ উইং-কে ফের জাগিয়ে তোলার লক্ষ্যে কাজ করা ‘আমেরিকা ফার্স্ট’ কনজ়ারভেটিভ বলে জনিয়েছেন।

hirsh 2

শুক্রবার তিন মিনিটের কিছু বেশি সময়ের ভিডিয়ো-বার্তায় হর্ষ সিং বলেছেন, ‘গত কয়েক বছরে যে সব পরিবর্তন এসেছে, সেগুলোকে উল্টো দিকে ঘোরানো এবং আমেরিকান মূল্যবোধের পুনরুদ্ধারের জন্য আমাদের শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। সেই জন্য ২০২৪-এ ইউনাইটেড স্টেট্‌স-এর প্রেসিডেন্ট পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইছি।’ শুক্রবারই জানা যায়, হর্ষ বর্ধন সিং বৃহস্পতিবার সরকারি ভাবে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন।

ইউএস প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে হর্ষের আগে, এ বছরের গোড়ায় রিপাবলিকান প্রার্থিপদের জন্য আর যে দুই ভারতীয় বংশোদ্ভূত মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের মধ্যে ৫১ বছরের নিকি হ্যালি ছিলেন সাউথ ক্যারোলিনার গর্ভনর। অন্য জন, ৩৭ বছরের বিবেক রামস্বামী এক জন কোটিপতি ব্যবসায়ী।

তবে এই দৌড়ে সব মিলিয়ে রয়েছেন এক ডজনেরও বেশি রিপাবলিকান। আগামী বছর ১৫ থেকে ১৮ জুলাই উইসকনসিন প্রদেশের মিলওয়াকি শহরে দলের জাতীয় সম্মেলনে রিপাবলিকানরা আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদে তাঁদের প্রার্থীকে বেছে নেবেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর