বাংলা হান্ট ডেস্ক : মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম নেতা মহঃ সেলিম (Mohammed Salim)। প্রার্থী ঘোষণা হতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। নিয়ম মোতাবেক হলফনামায় নিজের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসাবও দিয়েছেন তিনি। আর সেখান থেকেই সামনে এসেছে তার স্থাবর, অস্থাবর সম্পত্তির খতিয়ানও।
মহম্মদ সেলিমের জমা করা হলফনামা থেকেই জানা যাচ্ছে, ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর রোজগার ছিল ১২ লক্ষ ৫৩ হাজার ৮৩৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে সেই পরিমাণ কমে দাঁড়ায় ১ লক্ষ ৮৫ হাজার ৭৭০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ৫ লক্ষ ৩২ হাজার ৫৯০ টাকা। এরপর ২০২১-২২ অর্থবর্ষে এক ধাক্কায় রোজগার কমে দাঁড়ায় ৩১ হাজার টাকা। যেখানে ২০২২-২৩ অর্থবর্ষে সেলিমের রোজগার ৪ লক্ষ ১৫ হাজার ৫৮০ টাকা।
এ তো গেল মহম্মদ সেলিমের রোজগারের কথা। তবে তার স্ত্রীর রোজগার সম্পর্কে যা জানা গেছে তা সত্যিই চমকে দেওয়ার মত। হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে তার সম্পদ ছিল ১৫ লক্ষ ৪২ হাজার ৭৭০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে সেই রোজগারের পরিমাণ ছিল ১৫ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। একলাফে অনেকটাই রোজগার বাড়ে ২০২০-২১ অর্থবর্ষে। হলফনামা অনুযায়ী এইবছর তার রোজগার বেড়ে দাঁড়ায় ২১ লক্ষ ২৫ হাজার ৮২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে সেলিমের স্ত্রীর রোজগার ছিল ২১ লক্ষ ১৪০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ১৯ লক্ষ ৮ হাজার ৬১০ টাকা।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে কত শিক্ষক-শিক্ষিকার ঘাটতি হবে? চমকে দেবে পরিসংখ্যান, উদ্বিগ্ন অভিভাবকরাও
অর্থাৎ একথা স্পষ্ট যে, বিগত ছয় বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মহম্মদ সেলিমের স্ত্রীর সম্পত্তি। এছাড়াও নগদ, অলঙ্কার, সোনা, রূপো ইত্যাদির ক্ষেত্রে মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৭ লক্ষ ৪১ হাজার ৭৬২ টাকা। যেখানে তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৪ লক্ষ ৩৯ হাজার ৭০৬ টাকা। এছাড়াও জানা যাচ্ছে, মহম্মদ সেলিমের নিজের কোনও গাড়ি না থাকলেও তার স্ত্রীর দখলে রয়েছে দু’টি।
আরও পড়ুন: সেমিফাইনালে হারলেও রয়েছে সুযোগ, এই একটা অঙ্কেই ISL ফাইনালে খেলতে পারবে মোহনবাগান
হলফনামা অনুযায়ী, মহম্মদ সেলিমের নিজের কোনও ফ্ল্যাট বা বাড়ি নেই। তবে তার স্ত্রীর নামে রয়েছে দু’টি ফ্ল্যাট। একটি রয়েছে কলকাতায় এবং অপরটি রয়েছে শিলিগুড়িতে। এই দুটি ফ্ল্যাটের মোট মূল্য ২৬ লক্ষ ৭০ হাজার টাকা।