বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের (ICC Women’s Cricket World Cup 2025) প্রথম সেমিফাইনাল ম্যাচটি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে সম্পন্ন হয়। যেখানে দক্ষিণ আফ্রিকা একতরফাভাবে ম্যাচটি জিতে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে। এদিকে, ইংল্যান্ডের সফর শেষ হয়েছে। এই ম্যাচে ইংল্যান্ড সম্পূর্ণ ব্যর্থ হয়। প্রথমে তাদের বোলিংয়ে বিপর্যয় ঘটে। তারপরে ব্যাটিংয়ের দুর্বল পারফরম্যান্সের ফলে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে ম্যাচটি জিতে নেয়। আর এইভাবেই ইতিহাসে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা।
২০২৫ সালের মহিলা বিশ্বকাপে (ICC Women’s Cricket World Cup 2025) তৈরি হল ইতিহাস:
লরা ওলভার্ড দুর্দান্ত ইনিংস খেলেন: এই ম্যাচে (ICC Women’s Cricket World Cup 2025) দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান করে। অধিনায়ক লরা ওলভার্ড সবচেয়ে বড় অবদান রাখেন। তিনি ১৪৩ বলে ১৬৯ রান করেন। এই ইনিংসে লরা ২০ টি চার এবং ৪ টি ছক্কা মারেন। এদিকে, তাসমিন ব্রিটস ৪৫ রানের ইনিংস খেলে দলকে একটি দুর্দান্ত শুরু এনে দেন। এরপর মারিজান ক্যাপ ৩৩ বলে ৪২ রান করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান।
Final Bound! 💪#TheProteas Women make history in Guwahati! 🙆♀️
A breathtaking semi-final performance that cements their spot in the ICC Women’s Cricket World Cup Final for the first time ever! 🇿🇦#Unbreakable #CWC25 pic.twitter.com/TCX7GKSJ3c
— Proteas Women (@ProteasWomenCSA) October 29, 2025
অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন সর্বাধিক ৪ টি উইকেট নেন। অপরদিকে, লরেন বেল ২ টি উইকেট নেন। এছাড়াও, ন্যাট সায়ভার-ব্রান্টও একটি উইকেট নেন। তবে, রানের গতি (ICC Women’s Cricket World Cup 2025) তাঁরা থামাতে ব্যর্থ হন। একটা পর্যায়ে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ২০২ রানে দাঁড় করিয়েছিল। কিন্তু তারপর তারা উইকেট পাওয়ার জন্য লড়াই করে।
আরও পড়ুন: ১৬৫ শতাংশ বৃদ্ধি পেল প্রফিট! শেয়ার বাজারে এই কোম্পানির স্টকের দিকেই নজর থাকবে সবার
ইংল্যান্ড ১৯৪ রানেই গুটিয়ে যায়: ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের (ICC Women’s Cricket World Cup 2025) শুরুটা ছিল খুবই খারাপ মাত্র ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে যায়। এরপর ন্যাট সাইভার-ব্রান্ট এবং অ্যালিস ক্যাপসি হাফ-সেঞ্চুরি করে দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন।
আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহক এবং পেনশনভোগীদের জন্য বড় আপডেট! ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম
ইংল্যান্ড (ICC Women’s Cricket World Cup 2025) মাত্র ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায়। মারিজান ক্যাপ সর্বোচ্চ ৫ টি উইকেট নেন। এদিকে, নাদিন ডি ক্লার্কও ২ টি উইকেট নেন। এছাড়াও, আয়াবোঙ্গা খাকা, সুনে লুস এবং ননকুলুলেকো ম্লাবা প্রত্যেকে ১ টি করে উইকেট নেন।













