আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডেকে! জেনে নিন ৮ এপ্রিলের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলা হান্ট ডেস্কঃ ৮ এপ্রিলের দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা হয়ত সব আপনারা জানেন না অথবা ভুলে গেছেন। আজ আমরা আপনাদের আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা স্মরণ করিয়ে দেব।

মঙ্গল পাণ্ডের নাম কোনও ভারতীয়রই অজানা নয়। দেশের স্বাধীনতার জন্য ৮ এপ্রিল ১৮৫৭ সালে মঙ্গল পাণ্ডে বলিদান দিয়েছিলেন। আরেকদিকে, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তর মতো বিপ্লবী ১৯২৯ সালে আজকের দিনেই দিল্লীর সেন্ট্রাল জেলে বোমা বিস্ফোরণ করেছিলেন।

১৮৫৭ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ব্যারাকপুর রেজিমেন্টের সৈনিক মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল।

Mangal pandey 1857

১৮৯৪ সালে আজকের দিনে ভারতের রাষ্ট্রীয় গিত বন্দে মাতরম-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন।

Bankim Chandra Chatterjee

১৯২৯ সালে বিপ্লবী ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত দিল্লীর অ্যাসেম্বলি হলে বোমা ছুঁড়েছিলেন আর গ্রেফতার হয়েছিলেন।

collage 2 647 040817115652

১৯৫০ সালে আজকের দিনে ভারত আর পাকিস্তানের মধ্যে লিয়াকত-নেহরু চুক্তি হয়েছিল।

nehru pact

১৯৭৩ সালে আজকের দিনে স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো প্রয়াত হয়েছিলেন।

pablo picasso

২০২০ সালে ভারতে করোনা সংক্রমিতর মামলা ৫ হাজার ৭০০ ছাড়িয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পরিস্থিতি সামাজিক এমার্জেন্সির মতো তৈরি হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর