জীবন বরবাদ হয়ে গেল! সোশ‍্যাল মিডিয়াতে আফশোস ‘পটলকুমার’ হিয়ার

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় বাংলা (bengali) ধারাবাহিক (serial) ‘পটলকুমার গানওয়ালা’র (potol kumar gaanwala) কথা সকলের মনে আছে নিশ্চয়ই। মিষ্টি মেয়ে পটলের অসাধারন ও সরল অভিনয় অচিরেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। পটলের জন‍্যই টিআরপি তুঙ্গে উঠেছিল ওই ধারাবাহিকের। তবে সেই পটলকে এখন দেখলে চেনা যে বেশ দুষ্কর হয়ে উঠবে তা বলা বাহুল‍্য।

পটলের ভূমিকায় অভিনয় করেছিলেন হিয়া দে (hiya dey)। তারপর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলো ছায়া’তে আলোর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। সেই ছোট্ট মেয়েকে এখন দেখলে রীতিমতো চমকে উঠবেন সিরিয়াল প্রেমীরা। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন হিয়া।

IMG 20210519 122454
ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে হিয়ার অনুরাগীর সংখ‍্যাও নেহাত কম নয়। এখনি তাঁর ফলোয়ার সংখ‍্যা ছাড়িয়েছে আটত্রিশ হাজার। হিয়ার ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে একের পর এক টিকটক ভিডিও ও ছবি। এখন থেকেই দিব‍্যি ফটোশুট করতে শুরু করে দিয়েছেন হিয়া।

শেষবার আলো ছায়া সিরিয়ালে ছোট আলোর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল হিয়াকে। তারপর দীর্ঘদিন আর কোনো সিরিয়ালে অভিনয় করেননি তিনি। তবে সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে। মাঝে মাঝেই মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় হিয়াকে।

সম্প্রতি রাজ‍্য জুড়ে কার্যত লকডাউন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন হিয়া। ভিডিওতে তাঁকে উদাস মুখে বসে থাকতে দেখা যাচ্ছে। ‘জিন্দেগি বরবাদ হো গিয়া’ গানের লাইনে ঠোঁট মিলিয়েছেন তিনি। ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

প্রসঙ্গত, পটলকুমার গানওয়ালার প্রভূত জনপ্রিয়তার পর পটল নামেই পরিচিত হন হিয়া। জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল এই সিরিয়াল। তারপর জি বাংলার সিরিয়াল ‘আলো ছায়া’তে আলোর ছোটবেলার চরিত্রে ফের দেখা যায় হিয়াকে। ছোট আলোর ভূমিকাতেও অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন মিষ্টি হিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর