চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রবল চাপে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় হকি দল এখনও হকি বিশ্বকাপের নকআউট পর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি। গ্রুপ পর্বে তারা স্পেন এবং ওয়েলসকে হারিয়েও শক্তিশালী ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছিল। ইংল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোলপার্থককে ভারতীয় দল গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই তাদের আগামীকাল অর্থাৎ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ক্রস ওভার ম্যাচ খেলতে হবে। তার আগে খারাপ খবর ভেসে এলো ভারতীয় হকিপ্রেমীদের জন্য।

চোটের জন্য বাকি টুর্নামেন্টে তারকা মিডফিল্ডার হার্দিক সিংকে আর পাবে না ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন হার্দিক। নামতে পারেননি গ্রুপ পর্বে ভারত বনাম ওয়েলস ম্যাচে। মাংসপেশির চোটের কারণে তার এই অবস্থা।

তাকে এই অবস্থার জন্য সমবেদনা জানিয়েছে হকি ইন্ডিয়া। গ্রূপ ডি-এর প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছিলেন হার্দিক। তাকে না পাওয়াটা যে বড় ধাক্কা হবে সেটা মেনে নিচ্ছে প্রত্যেক ভারতীয় হকিপ্রেমী। সেই সঙ্গে তার পরিবর্তন হিসেবে রাজ কুমার পালকে স্কোয়াডে ডেকে পাঠানো হয়েছে।

ভারতীয় হকি দলের প্রধান কোচ গ্রাহাম রিড বলেছেন, “রাতারাতি আমাদের ভারতীয় দলে হার্দিক সিংকে প্রতিস্থাপন করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি আঘাতপ্রাপ্ত। বাধ্য হয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচ এবং পরবর্তী বিশ্বকাপ ম্যাচের জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।”

তার অনুপস্থিতি ভারতের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এমনিতেই ভারতের আক্রমণভাগ এখনও নিজেদের সেরা ছন্দে নেই। তার ওপর রবিবার নিউজিল্যান্ডকে পরাজিত করলে কোয়ার্টার ফাইনালে তারা গতবারের হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হবে। ভারতের কাজটা একেবারেই সহজ হবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর