হোলি আর্টিজান জঙ্গি হামলায় রাজীব গাঁধী সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত,মুক্তি এক জনের

বাংলা হান্ট ডেস্ক: টানা তিন বছরের মামলার নিষ্পত্তি হল আজ অর্থাত্ বুধবার। বাংলাদেশের আর্টিজান ক্যাফের জঙ্গি হামলার ঘটনায় আট অভিযুক্তের মধ্যে রাজীব গাঁধী সহ সাত জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ আদালত,ওই সাত জনের নাম রাকিবুল ইসলাম রাজীব গাঁধী মোহাম্মদ আসলাম শরিফুল ইসলাম মানুর রশিদ, মোহাম্মদ হাদিসুর রহমান আব্দুস সবুর খান। একজনকে বেকসুর খালাস ঘোষণা করা হয় আদালতের তরফে।holey artisan 1 1529942079510

তবে আদালতের রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সাজাপ্রাপ্তদের তরফে দাবি ওঠে তাঁরা সুবিচার পাইনি। 2016 সালের জুলাই মাসে হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলা হয়, ঘটনার জেরে নিহত হয়েছিলেন 22 জন। ঘটনায় অভিযুক্ত এক জনকে ধরে ফেলে পুলিশ।

ঘটনার দুই বছর পর অর্থাত্ গত বছরে মামলা ওঠে আদালতে এবং 113 জনকে সাক্ষী করা হয়। অবশেষে 27 নভেম্বর তারিখে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। এদিন গোটা আদালত চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।

ad

সম্পর্কিত খবর