বাংলা হান্ট ডেস্ক: দোলের দিনও দুর্যোগের সতর্কতা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ আজ ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও আবার উঠবে ঝড়। ঘূর্ণাবর্তের (Cyclone) জেরে দুর্যোগের আশঙ্কা একাধিক স্থানে।
IMD পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই চলতি সপ্তাহে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্চের শেষে এসেও উত্তরবঙ্গে শীতের আমেজ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে পাহাড়, সর্বত্রই বেশ খানিকটা নেমেছে তাপমাত্রা।
আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুন: অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অগ্নিমিত্রা, অর্জুন থেকে রাজমাতা! ১৯ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
তবে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বইবে দমকা হাওয়া। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আজ সোমবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।