অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অগ্নিমিত্রা, অর্জুন থেকে রাজমাতা! ১৯ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

বাংলা হান্ট ডেস্ক: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। পাশাপাশি, এই সময়ে চলছে প্রার্থী ঘোষণার হিড়িকও। ইতিমধ্যেই রাজ্যের (West Bengal) ২০ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বিজেপির (Bharatiya Janta Party) তরফে। এমতাবস্থায়, বাংলার বাকি আসনগুলিতে কারা প্রার্থী হতে চলেছেন সেই বিষয়ে তুমুল চর্চা শুরু হলেও এবার সমস্ত জল্পনার অবসান ঘটলো।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পূর্বের প্রার্থী তালিকা অনুযায়ী আসানসোল থেকে পবন সিং টিকিট পেলেও তিনি বেঁকে বসেন। যার জেরে ওই আসনে কে লড়বেন তা নিয়ে সংশয় ছিল। পাশাপাশি, ২২ টি আসনে কাকে কাকে প্রার্থী করা হবে সেই বিষয় তুমুল আলোচনা হয় বঙ্গ বিজেপির নেতৃত্বদের মধ্যে। এমনকি, প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে বারংবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক সারেন অমিত শাহ।

তবে, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাতে আরও ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল বিজেপির তরফে। যেখানে রয়েছে একাধিক চমক। সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার তাপস রায় স্থান পেয়েছেন প্রার্থীর তালিকায়। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ivp41kpo bjp flag 625x300 02 march 24

জানিয়ে রাখি যে, রবিবার ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এখনও ৩ টি আসনে কারা প্রার্থী হবেন সেই বিষয়টি নিশ্চিত হয়নি। যদিও, আজকের ঘোষণা করা প্রার্থী তালিকায় রয়েছে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অর্জুন সিংয়ের নাম। এমতাবস্থায়, চলুন জেনে নিই রবিবারের ঘোষণা করা তালিকার ভিত্তিতে লোকসভা কেন্দ্র অনুযায়ী কোথায় কোন প্রার্থী বিজেপির হয়ে লড়াই করবেন।

আরও পড়ুন: সঙ্কটের নেই শেষ! এবার খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতি মলদ্বীপে, বাড়ছে মুরগির দাম, মাথায় হাত জনতার

১. দার্জিলিং: রাজু বিস্তা
২. জলপাইগুড়ি: জয়ন্ত রায়
৩. রায়গঞ্জ: কার্তিক পাল
৪. বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ
৫. জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ
৬. মেদিনীপুর: অগ্নিমিত্রা পল
৭. তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
৮. কৃ্ষ্ণনগর: অমৃতা রায়
৯. বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার
১০. বারাকপুর: অর্জুন সিং

আরও পড়ুন: ভাঙল পুরনো রেকর্ড, মার্চে দেশে বিদেশি বিনিয়োগ ৩৮ হাজার কোটি! নয়া নজির ভারতের

১১. উলুবেড়িয়া: অরুণোদয় পালচৌধুরী
১২. শ্রীরামপুর: কবিরশঙ্কর বোস
১৩. বসিরহাট: রেখা পাত্র
১৪. আরামবাগ: অরূপকান্তি দিগড়
১৫. কলকাতা উত্তর: তাপস রায়
১৬. কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী
১৭. মথুরাপুর: অশোক পুরকাইত
১৮. বারাসত: স্বপন মজুমদার
১৯. দমদম: শীলভদ্র দত্ত

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর