সরকারি কর্মীদের পোয়া বারো! জানুয়ারি মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে সরকারি অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে ২৩ শেষ করে ২৪ এ পা। আজ ৪ জানুয়ারি। বর্তমানে সেলিব্রেশনের মুডে সকলে। আর মাঝেই সুখবর দিল রাজ্য সরকার (State Government)। নয়া বছরের শুরুতেই বিশাল উপহার। জানুয়ারি (January Holiday) মাসে পরপর ছুটি পাবেন সরকারি কর্মীরা। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি।

বছরের প্রথম মাসে রাজ্য সরকারি কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বেশ কয়েকটি ছুটি রয়েছে। গত বছর শেষের দিকেই ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন (Nabanna)। সেই তালিকাতেই দেখা যাচ্ছে জানুয়ারি মাসে বেশ অনেকগুলো ছুটি রয়েছে।

নীচে ২০২৪ জানুয়ারি মাসের ছুটির তালিকা দেওয়া হল :

১ জানুয়ারী: ইংরেজি নববর্ষ
৭ জানুয়ারী: রবিবার
১২ জানুয়ারী: স্বামী বিবেকানন্দের জন্মদিন
১৪ জানুয়ারী: রবিবার
২১ জানুয়ারি: রবিবার
২৩ জানুয়ারি: নেতাজির জন্মদিন
২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস
২৮ জানুয়ারি: রবিবার

অর্থাৎ ওপরের তালিকা অনুযায়ী মোট আট দিন ছুটি থাকছে রাজ্য সরকারি অফিস-কাছারি। পাশাপাশি অনেক সরকারি অফিসই শনিবার করেও ছুটি থাকে। সেই ক্ষেত্রে ওই সকল অফিসের সরকারি কর্মীদের জন্য আরও চারটি ছুটি যুক্ত হবে। অর্থাৎ সব মিলিয়ে জানুয়ারি মাসে তাদের ছুটি সংখ্যা হবে ১২।

mamata, nabanna

আরও পড়ুন: রাত ১২.৫২ মিনিট! অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু, একাধিকবার বলানো হল এই তিনটি বাক্য

২০২৪ সালের ছুটির তালিকা ——

স্বামী বিবেকানন্দের জন্মদিন – ১২ জানুয়ারি (শুক্রবার)
নেতাজি জয়ন্তী – ২৩ জানুয়ারি (মঙ্গলবার)
সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (শুক্রবার)
সরস্বতী পুজো – ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
দোলযাত্রা – ২৫ মার্চ (সোমবার)
গুড ফ্রাইডে – ২৯ মার্চ (শুক্রবার)
ইদ-উল-ফিতর – ১১ এপ্রিল (বৃহস্পতিবার)
শ্রমিক দিবস – ১ মে (বুধবার)
রবীন্দ্র জয়ন্তী – ৮ মে (বুধবার)
বুদ্ধপূর্ণিমা – ২৩ মে (বৃহস্পতিবার)
বকরি ইদ – ১৭ জুন (সোমবার)
মহরম – ১৭ জুলাই (বুধবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (বৃহস্পতিবার)
গান্ধী জয়ন্তী + মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)
গুরু নানকের জন্মদিন – ১৫ নভেম্বর (শুক্রবার)
ক্রিসমাস – ২৫ ডিসেম্বর (বুধবার)

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X