নতুন শিক্ষাবর্ষে স্কুলগুলিতে কত ছুটি? তালিকা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ

Published on:

Published on:

Holiday List has made its final announcement regarding the 65-day
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর উপলক্ষে ইতিমধ্যে মাধ্যমিক স্তরে স্কুলগুলি ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের আওতাধীন সমস্ত সরকারি ও সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর জন্য এই তালিকা প্রযোজ্য হবে বলেও জানা গিয়েছে। এবার দেখে নিন নতুন বছরে স্কুলগুলিতে মোট কত দিন ছুটি দেওয়া হয়েছে।

প্রাথমিক স্কুলে ৬৫ দিনের ছুটি নিয়ে পর্ষদের চূড়ান্ত ঘোষণা ( Holiday List)

নতুন সাল অর্থাৎ ২০২৬ সালে মাধ্যমিক স্কুলগুলিতে ছুটির দিন ধার্য করা হয়েছে মোট ৬৫ দিন। যার মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন, পূজোবার্ষিকী ও বিভিন্ন উৎসবের ছুটি। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী সহ ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পর্ষদের তরফ থেকে এই ছুটির একটি তালিকা নিচে দেওয়া হল। তা একবার দেখে নিন ( Holiday List)।

Holiday List has made its final announcement regarding the 65-day

আরও পড়ুন: গ্র্যাজুয়েটদের জন্য দারুণ সুযোগ! BOI-তে শতাধিক নয়, ৫০০-র বেশি পদে নিয়োগ

প্রথম পর্যায় (১ জানুয়ারি – ১৫ এপ্রিল): এই পর্বে মোট ১৭ দিন ছুটি থাকবে।

দ্বিতীয় পর্যায় (১৬ এপ্রিল – ৭ আগস্ট): এই পর্বে মোট ১২ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে।

তৃতীয় পর্যায় (৮ আগস্ট – ৩১ ডিসেম্বর): বছরের শেষ ভাগে পূজাবকাশ-সহ মোট ৩৬ দিন ছুটি থাকবে।

গ্রীষ্মাবকাশ: ১১ মে থেকে ১৬ মে, ২০২৬ পর্যন্ত (৬ দিন)।

পূজাবকাশ: ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর, ২০২৬ পর্যন্ত (২৫ দিন)।

পুরো ছুটির লিস্ট দেখে নিন:

১ ইংরেজি নববর্ষ- ০১/০১/২০২৬ বৃহস্পতিবার ১ ছুটি

২ স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী ১২/০১/২০২৬ সোমবার ১ ছুটি

৩ সরস্বতী পূজা (শ্রীপঞ্চমী) ২২/০১/২০২৬, ২৩/০১/২০২৬ বৃহস্পতিবার, শুক্রবার ২ ছুটি

৪ নেতাজি জন্মজয়ন্তী ২৩/০১/২০২৬ শুক্রবার ১ ছুটি (বিদ্যালয়ে পালন করতে হবে)

৫ প্রজাতন্ত্র দিবস ২৬/০১/২০২৬ সোমবার ১ ছুটি (বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে)

৬ সবেবরাত ০৪/০২/২০২৬ বুধবার ১ ছুটি

৭ ঠাকুর পঞ্চানন বর্মা জন্মজয়ন্তী ১৪/০২/২০২৬ শনিবার ১ ছুটি

৮ শিবরাত্রি ১৫/০২/২০২৬ রবিবার- ছুটি

৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১/০২/২০২৬ শনিবার — বিদ্যালয়ে পালন করতে হবে

১০ দোলযাত্রা এবং হোলি উৎসব- ০৩/০৩/২০২৬, ০৪/০৩/২০২৬ মঙ্গলবার, বুধবার ২ ছুটি

১১ শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী ১৭/০৩/২০২৬ মঙ্গলবার ১ ছুটি

১২ ঈদ-উল-ফিতর ২০/০৩/২০২৬, ২১/০৩/২০২৬ শুক্রবার, শনিবার ২ ছুটি

১৩ রাম নবমী ২৬/০৩/২০২৬ বৃহস্পতিবার ১ ছুটি

১৪ মহাবীর জয়ন্তী ৩১/০৩/২০২৬ মঙ্গলবার ১ ছুটি

১৫ গুড ফ্রাইডে ০৩/০৪/২০২৬ শুক্রবার ১ ছুটি

১৬ ড. বি. আর. আম্বেদকর জন্মজয়ন্তী ১৪/০৪/২০২৬ মঙ্গলবার ১ ছুটি

১৭ বাংলা নববর্ষ (১৪৩৩ বঙ্গাব্দ) ১৫/০৪/২০২৬ বুধবার ১ ছুটি

১৮ মে দিবস, বুদ্ধপূর্ণিমা ও পন্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী ০১/০৫/২০২৬ শুক্রবার ১ ছুটি

১৯ রবীন্দ্র জন্মজয়ন্তী ০৯/০৫/২০২৬ শনিবার ১ ছুটি

২০ গ্রীষ্মাবকাশ ১১/০৫/২০২৬ থেকে ১৬/০৫/২০২৬ (সোমবার থেকে শনিবার ৬ ছুটি)

২১ ঈদুল আযহা (বকর-ঈদ) ২৬/০৫/২০২৬, ২৭/০৫/২০২৬ মঙ্গলবার, বুধবার ২ ছুটি

২২ নজরুল জন্মজয়ন্তী ২৬/০৫/২০২৬ মঙ্গলবার — বিদ্যালয়ে পালন করতে হবে

২৩ মহরম ২৬/০৬/২০২৬ শুক্রবার ১ ছুটি

২৪ রথযাত্রা ১৬/০৭/২০২৬ বৃহস্পতিবার ১ ছুটি

১৫ আগস্ট (শনিবার): স্বাধীনতা দিবস (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন হবে, তবে ক্লাস হবে না)।

২৬ আগস্ট (বুধবার): ফতেহা দোয়াজ দাহাম।

২৮ আগস্ট (শুক্রবার): রাখি বন্ধন।

ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস ১১/০৮/২০২৬ মঙ্গলবার — বিদ্যালয়ে পালন করতে হবে

২৬ স্বাধীনতা দিবস ১৫/০৮/২০২৬ শনিবার ১ ছুটি

২৭ ফতেহা-দোয়াজ-দাহাম ২৬/০৮/২০২৬ বুধবার ১ ছুটি

২৮ রাখি পূর্ণিমা ২৮/০৮/২০২৬ শুক্রবার ১ ছুটি

২৯ জন্মাষ্টমী ০৪/০৯/২০২৬ শুক্রবার ১ ছুটি

৩০ শিক্ষক দিবস ০৫/০৯/২০২৬ শনিবার — বিদ্যালয়ে পালন করতে হবে

৩১ বিশ্বকর্মা পূজা ১৭/০৯/২০২৬ বৃহস্পতিবার ১ ছুটি

৩২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী ২৬/০৯/২০২৬ শনিবার — বিদ্যালয়ে পালন করতে হবে

৩৩ গান্ধী জন্মজয়ন্তী ০২/১০/২০২৬ শুক্রবার ১ ছুটি

৩৪ মহালয়া ১০/১০/২০২৬ শনিবার ১ ছুটি

৩৫ পূজাবকাশ (দুর্গা পূজা থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরদিন) ১৫/১০/২০২৬ থেকে ১২/১১/২০২৬ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার ২৫ ছুটি (রবিবার বাদে)

৩৬ শিশু দিবস ১৪/১১/২০২৬ শনিবার — বিদ্যালয়ে পালন করতে হবে

৩৭ বিরসা মুন্ডা জন্মজয়ন্তী ১৫/১১/২০২৬ রবিবার

৩৮ ছট্ পূজা ১৫/১১/২০২৬, ১৬/১১/২০২৬ রবিবার, সোমবার ১ ছুটি

৩৯ গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথের রথযাত্রা ২৪/১১/২০২৬ মঙ্গলবার ১ ছুটি

৪০ বড়দিন ২৫/১২/২০২৬ শুক্রবার ১ ছুটি

৪১ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি — ১ ছুটি (Holiday List)