রেপো রেট নিয়ে হবে বড়সড় ঘোষণা, হোম লোনের বিষয়ে দুর্দান্ত খবর দিতে পারে RBI

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেপো রেট নিয়ে। মানিটরি পলিসি কমিটির বৈঠক রয়েছে এই সপ্তাহে। এই বৈঠকই সিদ্ধান্ত নেওয়া হবে সুদের হার বৃদ্ধি করা হবে নাকি একই থাকবে। যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রাখবে।

বর্তমানে মুদ্রাস্ফীতির হার ও অপরিশোধিত তেলের দামের উপর কড়া নজর রেখে চলেছে আরবিআই। গত দশ মাসের মধ্যে বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই অবস্থায় রিজার্ভ ব্যাংক কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই অনেকের নজর রয়েছে। বর্তমানে রেপো রেটের হার ৬.৫০ শতাংশ।

আরোও পড়ুন : বিশ্বের সেরা হুইস্কির তকমা পেল ভারতের ইন্দ্রি! ৭৫০-র দাম জানেন কত?

আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে MPC বৈঠক । এই বৈঠকেই জানা যাবে ব্যাংকের বিভিন্ন লোনের সুদের হার কী হবে। তবে বিভিন্ন মহল সূত্রে খবর রেপো রেট স্থির থাকতে পারে ৬.৫০ শতাংশে। রিজার্ভ ব্যাংক যদি চলতি সপ্তাহের শেষে ঘোষণা করে যে রেপো রেটে পরিবর্তন আসবে না, তাহলে এই নিয়ে চতুর্থ বারের জন্য অপরিবর্তিত থাকবে রেপো রেট।

আরোও পড়ুন : ১১০ কিলোর কই ভোলাকে নিয়ে তোলপাড় দিঘার বাজারে! জানেন কত টাকায় নিলাম হল বিশাল এই মাছ?

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ও বাজারে স্থিতিসীলতার জন্য রিজার্ভ ব্যাংক আগের বৈঠকগুলিতেও অপরিবর্তিত রেখেছিল সুদের হার। রিজার্ভ ব্যাংক যদি রেপো রেটে পরিবর্তন না আনে তাহলে খানিকটা হলেও স্বস্তি আসবে মধ্যবিত্তের। রেপো রেট অপরিবর্তিত থাকলে ব্যাংকে গৃহঋণের সুদের হার কমতে পারে বা একই থাকতে পারে।

Home Loan,Reserve Bank of India,Repo Rate,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে, ২০২২ সালের পরে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে অপরিশোধিত তেলের দাম। আগস্ট মাসের তুলনায় অপরিশোধিত তেলের দাম গড়ে সেপ্টেম্বরে বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশের বেশি। অন্যদিকে, ডলারের তুলনায় দাম কমেছে ভারতীয় মুদ্রার। এই অবস্থায় রেপো রেট বৃদ্ধির আশঙ্কাও দূর হচ্ছে না।