নকশালিদের বিরুদ্ধে বড় অ্যাকশনের প্রস্তুতি, আধিকারিকদের সঙ্গে হাই লেভেল বৈঠক অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের বিজাপুরে হওয়ার নকশালি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের অসম সফর রোড করেছেন। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই হামলা নিয়ে অমিত শাহ অসম থেকে দিল্লী ফিরে একটি হাই লেভেল বৈঠক করেছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক আর CRPF এর বড় আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকে স্পেশ্যাল ডিজি সঞ্জয় চন্দরও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে যে, এই মিটিংয়ে নকশালিদের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়ার রণনীতি তৈরি করা হয়েছে। সুত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই হামলার তদন্তের দায়িত্ব NIA এর হাতে তুলে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার অসম সফরে ছিলেন। সেখানে ওনার নির্বাচনী জনসভা করার কথা ছিল। কিন্তু বিজাপুরের ঘটনার পর তিনি সভা না করেই ফিরে আসেন। সন্ধ্যে ৮টা নাগাদ অমিত শাহের দিল্লী ফেরার কথা ছিল, কিন্তু তিনি নকশালি হামলার পর সমস্ত কর্মসূচি বাতিল করে দিল্লী ফিরে আসেন।

অমিত শাহের সঙ্গে এই হাই লেভেল মিটিংয়ে স্বরাষ্ট্র সচিব, সিআরপিএফ-এর আধিকারিক, গোয়েন্দা বিভাগের আধিকারিক আর জয়েন্ট সেক্রেটারিও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ছত্তিসগড়ের বিজাপুরে মাওবাদিদের হামলার ২২ জন জওয়ান শহীদ হয়েছেন। আর ৩০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করা হচ্ছে। এখনও পর্যন্ত একজন জওয়ান নিখোঁজ আছে বলে জানা যাচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর