স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড়ো পদক্ষেপ, দিল্লীতে প্রাইভেট হাসপাতালে সস্তা হল করোনা চিকিৎসা

বাংলাহান্ট ডেস্কঃ সরেজমিন দিল্লির (Delhi) করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সূত্রের অবশ্য দাবি, করোনা মোকাবিলায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্যর্থতার কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে শাহকে।

দিল্লীর বেসরকারী হাসপাতালগুলিতে করোনা চিকিত্সার জন্য মোটা অঙ্কের চার্জ নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক নিষিদ্ধ করেছে। কোভিড সংক্রমণের ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানীতে একাধিক হাসপাতাল নির্মাণ ও বর্তমান হাসপাতালগুলিতে কয়েক হাজার শয্যা বাড়ানোর উপরে জোর দিয়েছে কংগ্রেস। বৈঠকে রাজনীতি ভুলে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শাহ বলেন, দিল্লীতে করোনা পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কালই। সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

i 1

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের পর সাধারণ মানুষকে ত্রাণ সরবরাহের জন্য এনআইটিআইর সভাপতিত্বে একটি কমিটি গঠন করেন। তিনি কমিটিকে দিল্লির বেসরকারী হাসপাতালে ভেন্টিলেটর সহায়তায় বিচ্ছিন্ন বিছানা, ভেন্টিলেটরবিহীন আইসিইউ এবং আইসিইউর জন্য হার নির্ধারণ করতে বলেছিলেন।

এনআইটিআই আইয়্যের সদস্য ডঃ ভি পলের সভাপতিত্বে গঠিত কমিটি  শয্যাগুলির জন্য সর্বোচ্চ ৮ হাজার থেকে ১০ হাজার আইসিইউ, অক্সিজেন সমর্থনের জন্য ১৩ হাজার থেকে ১৫ হাজার এবং ভেন্টিলেটর সহ আইসিইউয়ের জন্য ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা নির্ধারণ করেছেন।

30 coronavirus 660

এটিতে পিপিই কিটের দামও অন্তর্ভুক্ত করা  থাকবে। অন্য হাসপাতালগুলি পিপিই কিটগুলির জন্য আলাদাভাবে চার্জ নিতে পারবে না। বর্তমানে দিল্লির বেসরকারী হাসপাতালগুলিতে আইসুলি বিছানার জন্য ২৪ হাজার থেকে ২৫ হাজার, অক্সিজেন সমর্থন ছাড়াই আইসিইউয়ের জন্য ৩৪ হাজার থেকে ৪৩ হাজার এবং ভেন্টিলেটর- সহ আইসিইউয়ের জন্য ৪৪ হাজার থেকে ৫৪ হাজার নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহের উদ্যোগে, দিল্লিতে করোনার পরীক্ষার নমুনাগুলিও দ্বিগুণ হয়েছে। ১৫ থেকে ১৭ জুনের মধ্যে, ২৭,২৬৩ টি নমুনা দিল্লিতে নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৪০০০-৪৫০০ নমুনা নেওয়া হয়েছিল। ক্যান্টনমেন্ট জোনে ডোর টু ডোরও যাওয়া হয়েছিল। শাহের নির্দেশে মোট ২৪২ সেনানিবাস জোনে ডোর টু ডোর যাওয়া হয়েছিল। এখন পর্যন্ত ২.৩ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। পরীক্ষার ক্ষমতা বাড়াতে অমিত শাহের উদ্যোগে দিল্লিতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং সেন্টার শুরু করা হয়েছে। বৃহস্পতিবার ১৯৩ টি টেস্টিং করা হয়েছিল।

সম্পর্কিত খবর