বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে ওঠে। অন্যদিকে, রবিবার ফের রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয় হুগলীর রিষড়া অঞ্চল। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ, পাল্টা-অভিযোগে শোরগোল বঙ্গে। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্র তরফেও খোঁজ নিয়ে পদক্ষেপ করা হয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার দেশজুড়ে সারম্বরে পালিত হবে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। তার আগেই এদিন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পরামর্শ পাঠাল অমিত শাহের (Amit Shah) মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) পরামর্শ অনুযায়ী অ্যাডভাইজারিতে বলা হয়েছে, হনুমান জয়ন্তীতে যাতে দেশের সর্বত্র আইন, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তা সুনিশ্চিত করতে হবে প্রত্যেক রাজ্যকে।
এদিন টুইটার হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘‘হনুমান জয়ন্তীতে প্রস্তুতি নিয়ে সমস্ত রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ, যেন আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে এই উৎসব পালন করার দিকে লক্ষ্য রাখা হয়। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন বিষয়গুলির উপর কড়া নজরদারি রাখা হয়।’’
The MHA has issued an advisory to all states in preparation for Hanuman Jayanti. The governments are encouraged to ensure the maintenance of law and order, peaceful observance of the festival, and monitoring of any factors that could disturb communal harmony in society.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) April 5, 2023
উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয় রামনবমীকে কেন্দ্র করে বিহার, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে মিলিয়ে দেশজুড়ে প্রায় ১০০টির বেশি জায়গায় হিংসা-অশান্তির ঘটনা ঘটেছিল। যদি পশ্চিমবঙ্গের কথায় আসি তবে রামনবমীর ঘটনার পর একদিন আগেই পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও প্রশাসনিক সভা থেকে হনুমান জয়ন্তীতে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রশাসনকে বলব, ৬ তারিখটা খুব সতর্ক থাকুন। ওরা (বিজেপি) আবার দাঙ্গা করার প্ল্যান করতে পারে। তা যাতে করতে না পারে সেটা আমাদের দেখতে হবে।’ বুধবার একটি মামলায় কলকাতা হাইকোর্ট আবার হনুমান জয়ন্তীতে স্পর্শকাতর এলাকায় আধাসামরিক বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি ৬ এপ্রিল হনুমান জয়ন্তী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই বজরংবলীকে শ্রদ্ধা করি। কিন্তু দাঙ্গাবাজিকে আমরা সমর্থন করি না। ’উল্লেখ্য, গতবছর হনুমান জয়ন্তীর দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জাহাঙ্গিপুরী। বুধবার সেইসব এলাকাতেও দিল্লি পুলিশ রুটমার্চ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও এলাকা ডমিনেশন করছে। এরই মধ্যে এবার হনুমান জয়ন্তীর আগে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অ্যাডভাইজারি পাঠাল শাহ এর দফতর।