আর রাজ্যের হাতের পুতুল হয়ে থাকবেনা পুলিশরা, বড়সড় পরিবর্তন আনছেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ৫১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে প্রথমেই ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান, এতদিন ধরে ভারতীয় প্রশাসনিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ যোগদানের জন্য।

একই সঙ্গে তিনি এও বলেন, ভারতীয় পুলিশ সিস্টেম, বিশেষ করে আইপিসি, সিপিসি, এভিডেন্স অ্যাক্টের ব্যাপক সংস্কার করা প্রয়োজন। আমরা বিচার ব্যবস্থায় এক বড় ধরনের পরিবর্তন আনতে প্রস্তুত। যাতে পুলিশ কোন সরকারের কাঠপুতুল হয়ে না থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘পুলিশকে অনেক সময় অনুচিত সমালোচনার মুখোমুখি হতে হয়। যদিও তাদের কাজ ভীষণই কঠিন।’ সূত্রের খবর অনুযায়ী, বার অ্যাসোসিয়েশন ১৪ টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ অনুযায়ী আগামী দিনে একাধিক উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মৃত্যুদণ্ডের পর মার্সি পিটিশন নিয়েও এবার বদল আনার ভাবনা চিন্তা করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক চায়, করুণা আবেদনের অপব্যবহারকে সংশ্লিষ্ট আইনে উপযুক্ত সংশোধনের মাধ্যমে বন্ধ করা উচিত। মন্ত্রকের মতে আইপিসি, সিপিসি, এভিডেন্স অ্যাক্টে এমন কিছু আইন আছে যার ফলে মামলাগুলি দিনের-পর-দিন ঝুলে থাকে। এমন মামলা সামনে আসে যা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। সেক্ষেত্রে এবার বড় সংশোধন চায় সরকার।

অমিত শাহ এই অনুষ্ঠানে আরও জানিয়েছেন, ১২৪এ তথা রাষ্ট্রদ্রোহ আইনটি বাতিল করার জন্য বুদ্ধিজীবীরা চাপ দিচ্ছেন, কিন্তু এ ধরনের আইন বাতিল করা যাবে না। কারণ মন্ত্রণালয় বিশ্বাস করে নির্দিষ্ট পদ্ধতিতে অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন। আর সেই কারণে এ ধরনের আইনের প্রয়োজনীয়তা রয়েছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রক সর্বদা প্রচেষ্টারত যাতে এই আইনটি বাতিল করা না হয়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর