ধোঁয়া-স্প্রে নয়, প্রাকৃতিক উপায়ে কয়েক মিনিটেই মশা হবে গায়েব—ঘরোয়া কৌশল এখন সেরা বিকল্প

Published on:

Published on:

Home Remedy mosquito control without chemicals! Natural tips will provide protection
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে কি আপনার বাড়ি তো মশার উপদ্রব বেড়েছে? যার ফলে আপনি মশার ধুপ, কয়েল, ও স্প্রে ব্যবহার করছেন। কিন্তু এত কিছু ব্যবহার কর আশাল্যরূপ ফল পাচ্ছেন না। তবে চিন্তা আর করবেন না। ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে (Home Remedy)। কারণ মাথায় রাখবেন, বাজারের চলতেই এই সমস্ত দ্রব্যে বিষাক্ত কীটনাশক মেশানো থাকে। পাশাপাশি বদ্ধঘরে এই ধূপ বা লিকুইড বেশিক্ষণ জ্বালালে যেকোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে। তাই এর পরিবর্তে ঘরোয়া পদ্ধতিতে তাড়িয়ে ফেলুন মশা।

রাসায়নিক ছাড়াই মশা নিয়ন্ত্রণ! প্রাকৃতিক টোটকায় মিলবে সুরক্ষা (Home Remedy)

কথায় আছে মশা মারতে কামান দাগে। কিন্তু আজকালকার দিনে রীতিমত কামানই খুঁজতে হয় মশা তাড়ানোর জন্য। কেননা বাজারে চলতি মশা মারার ওষুধগুলি দিয়ে মশা তাড়ানো যথারীতি বিফলে যাচ্ছে। পাশাপাশি এগুলো বেশি ব্যবহার করলে পরে শরীরেও নানান ধরনের ক্ষতি দেখা দেয়। এর ফলে চিন্তায় পড়েছেন সকলেই। কিন্তু চিন্তা করার আর কোন কারণ নেই, ঘরোয়া কিছু টোটকায় (Home Remedy) আপনি এই মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। সেই টোটকা গুলো কি আজ এর প্রতিবেদনে রইল।

Home Remedy mosquito control without chemicals! Natural tips will provide protection

আরও পড়ুন: সুগার নিয়ন্ত্রণে রাখতে ময়দা-চিনি এড়িয়ে এই খাবারগুলো রাখুন প্রতিদিনের ডায়েটে, চিকিৎসকদের মতামত

১) আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। কারন তুলসী পাতার গন্ধ নাকি মশাদের একদম সহ্য হয় না। পাশাপাশি তুলসী গাছের মধ্যে রয়েছে নানা ধরনের ঔষধি গুন। শীতের সময় তুলসী পাতা দিয়ে চা খেলে যেমন শরীরের উপকার পাওয়া যায়। তেমনি মশা তাড়ানোর ক্ষেত্রে, ছোট্ট একটি টবে তুলসী গাছ লাগিয়ে ঘরে এক কোণে রেখে দিন। দেখবেন এর থেকে আপনি উপকার পাবেন।

২) মশার উপদ্রব থেকে বাঁচতে আপনি ব্যবহার করতে পারেন কর্পূর। কারণ কর্পূরের গুঁড়ো মশার উপদ্রব আটকাতে পারে। এর জন্য আপনাকে কয়েক টুকরো কপপুরে গুড়ের মধ্যে যে কোন তেল মিশিয়ে জ্বালাতে হবে। যার ফলে কপূরের গন্ধ ঘরবাড়িতে সুগন্ধি ছড়াবে। পাশাপাশি মশার উপদ্রব আর হবে না।

৩) রসুনের ঝাঁঝালো গন্ধ মশার ও সহ্য করতে পারে না। যার ফলে আপনি কয়েক কোয়া রসুন খেত করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে ভরে নিন। এরপর সেটি ঘরের কোনায় কোনায় ছিটান। আর এই স্প্রে করার ফলে আপনি উপকার পাবেন মহার হাত থেকে।

৪) মশা তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন নিম তেল। কারণ শুধুমাত্র যে এই তেল মশা মারতে সাহায্য করে তা নয়। যে কোন পোকা মাকড় এই তেলের গন্ধে পালায়। আপনি নিম তেল এছাড়াও গায়েও মাখতে পারেন। আর এই তেল যে কোন প্রদীপ বা ইনফিউসারে জ্বালাতে পারেন (Home Remedy)।