বাংলাহান্ট ডেস্ক: উত্তম কুমার (Uttam Kumar) বাংলা চলচ্চিত্র জগতের এমন এক নক্ষত্র যিনি বাঙালি, অবাঙালি সবাইকেই নিজের প্রেমে পড়তে বাধ্য করেছেন। স্বর্ণযুগের অন্যতম মহারথী অরুণ কুমার চট্টোপাধ্যায়, যিনি উত্তম কুমার নামে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে রাজত্ব করে যাবেন। মহানায়কের হাসি, তাকানোর ভঙ্গিমা সবকিছুই তাঁর মৃত্যুর এত বছর পরেও আইকনিক হয়ে রয়েছে আর থাকবেও।
কিছুদিন আগেই গিয়েছে মহানায়কের জন্মবার্ষিকী। টলিউড উপচে পড়েছিল স্মৃতিচারণা, শ্রদ্ধার্ঘ্য বার্তায়। প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা উত্তম স্মরণে কাটিয়েছেন সে দিন। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাও শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তি শিল্পীকে। বিশেষ করে অভিনেতা হানি বাফনার (Honey Bafna) শ্রদ্ধার্ঘ্য নজর কেড়ে নিয়েছে নেটনাগরিকদের।
ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ হানি আসলে অবাঙালি। কিন্তু তাঁর কথাবার্তা শুনে তা বোঝা দুষ্কর। সংলাপ বলায় এতটুকুও অবাঙালি টান নেই হানির। টেলিভিশনের তরুণ অভিনেতাদের মধ্যে বিশেষ ভাবে জনপ্রিয় হানি। তবে উত্তম কুমারের জন্মবার্ষিকীতে তাঁর শ্রদ্ধা জানানোর ধরণ মন ছুঁয়ে গিয়েছে সকলের।
মহানায়কের একটি সাদা কালো ছবি আঁকা পাঞ্জাবি পরে পোজ দিয়েছেন হানি। ব্যাকব্রাশ করা চুল আর চোখে চশমা পরে যথারীতি ঝকঝকে অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মহানায়কের প্রতি আমাদের বিনীত শ্রদ্ধার্ঘ্য। এই পরিচ্ছদের মাধ্যমেই রইল অমর শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের সামান্য প্রচেষ্টা।’
হানিকে এই রূপে দেখে মুগ্ধ অনুরাগীরা। একজন লিখেছেন, কে বলে তুমি বাঙালি নও? তুমি আরো অনেক বাঙালির থেকে বেশি বাঙালি। অনেকে আবার হানিকে নতুন প্রজন্মের উত্তম কুমার বলেও প্রশংসা করেছেন।
https://www.instagram.com/p/CiCmYcAMq8y/?igshid=YmMyMTA2M2Y=
হানিকে শেষবার দেখা গিয়েছিল গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালে। মারোয়ারি জৈন পরিবারের ছেলে হানি অভিনয় জগতে বেশ জনপ্রিয় নাম। বকুল কথা, প্রথমা কাদম্বিনীর মতো সিরিয়ালে অভিনয় করে বেশ নাম করেছেন তিনি।