জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হানি সিং এর বিরুদ্ধে।

 

বাংলা হান্ট ডেস্ক:ভারতীয় সিনেমা জগতের অতি পরিচিত নাম হানি সিং।আই পি এস অফিসার অমিতাভ ঠাকুরের অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালে মামলা দায়ের হয় হানি সিং এর বিরুদ্ধে।কারন ছিল তার ম্যা হু বলাৎকারিস গানে আপত্তিকর শব্দ ব্যবহার। ২০১৩ সালের ২৭ জুন মানহানির মামলায় ভারতীয় দণ্ডবিধি ২৯২,২৯৩,২৯৪ ধারায় তে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

 

এবার হাজিরা না দাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করে লখনৌ আদালত। খুব শীঘ্রই তাই গ্রেফতার হতে চলেছে এই বিখ্যাত গায়ক

সম্পর্কিত খবর