বাংলাহান্ট ডেস্ক : “পিপিলিকার পাখা গজে মরিবার তরে” এই প্রবাদ বাক্য যেন এখন অনেকটাই সত্যি হুগলির মথুরাবাটি গ্রামে। এই গ্রামের একটি পরিবারের হঠাৎ করে বিত্তশালী হয়ে ওঠা রীতিমতো ধন্ধে ফেলেছিল গ্রামবাসীদের। শুধু বিত্তশালী হওয়াই নয় ক্ষমতার জোরে ভেঙে দিয়েছিলেন গ্রামের সরকারি কল। এমনকি ক্ষমতাবান আত্মীয়র প্রভাবে পরিবারের সদস্য জুটিয়েছিলেন চাকরিও।
কথা হচ্ছে, এসএসসি কান্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ির গ্রাম সম্পর্কে। ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলেছেন হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশ পঞ্চায়েতের অন্তর্গত মথুরাবাটি গ্রামের অধিবাসীরা। গ্রামবাসীদের দাবি ওই গ্রামে একটি নতুন একতলা বাড়ি তৈরি করেন অর্পিতা। ওই বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন তিনি। এমনকি কখনো কখনো প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ওই বাড়িতে আসতে দেখেছেন কেউ কেউ। অনেকের দাবি ওই গ্রামের পুকুরে নাকি পার্থ চট্টোপাধ্যায় মাছও ধরতেন!
মথুরা বাটি গ্রামের এক বাসিন্দা বলেছেন, “অর্পিতা মুখোপাধ্যায় একবার বলেছিলেন গ্রামে গাড়ি ঢোকার জন্য একটি বেড়া ভেঙে দেবেন। গ্রামে একটি সরকারি কল বসানো ছিল। অর্পিতা ক্ষমতার জোরে সেই কল নিজের আত্মীয়র বাড়ির কাছে নিয়ে গিয়ে বসান। এমনকি অর্পিতার সাথে তিন চারবার পার্থ চট্টোপাধ্যায়ও এই গ্রামে এসেছিলেন।”
এর পাশাপাশি গ্রামবাসীদের আরও দাবি, অর্পিতার মামাতো ভাই শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পেয়েছেন। এমনকি তারা প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করার হুমকিও দিতেন। এহেন অর্পিতা মুখোপাধ্যায় ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের দাবি ভালো ব্যবহার তো দূর অর্পিতা সব সময় প্রভাব খাটিয়ে গ্রামের মানুষদের চমকাতেন ধমকাতেন।
প্রসঙ্গত এই অর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার ফ্লাট থেকে ইডি একুশ কোটি টাকার উপর নগদ, লক্ষ লক্ষ টাকার গয়না উদ্ধার করেছে। তদন্তে জানতে পারা গেছে এই অর্পিতা মুখোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। পার্থ চট্টোপাধ্যায় সহ এই অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করেছে ইডি।