‘আমি খাওয়ার মধ্যেই আছি’! ‘নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি’, ভোট প্রচারে বেরিয়ে ‘বেফাঁস’ রচনা!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পোড় খাওয়া অভিনেত্রী হলেও, রাজনীতির দুনিয়ায় একেবারে নতুন। চব্বিশের লোকসভা নির্বাচনে সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) টিকিট দিয়েছে তৃণমূল। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে তাঁকে। বড়পর্দার পর এবার ভোট ময়দানে (Lok Sabha Election 2024) সম্মুখসমরে টলিপাড়ার এই দুই অভিনেত্রী।

ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা। বৃহস্পতিবার পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে এসেছিলেন তৃণমূল (TMC) প্রার্থী। নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি দেখেন, রাস্তার ধারে ঘুগনি বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন অভিনেত্রী। নিজে চেখে দেখার পাশাপাশি দলীয় কর্মীদেরও ঘুগনি খাওয়ান।

এখানেই শেষ নয়! এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে সোজা জমিতে নেমে পড়েন রচনা। ক্ষেতমজুরদের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁকে। এরপর হুড খোলা গাড়ি করে প্রচার করেন তৃণমূল নেত্রী। তারকা প্রার্থী হলেও রচনা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তা দেখে প্রশংসা করেছেন অনেকে। তবে প্রতিপক্ষ লকেটের (Locket Chatterjee) গলায় অবশ্য শোনা গিয়েছে কটাক্ষের সুর।

আরও পড়ুনঃ CBI হেফাজত শেষের আগেই মাথায় বাজ! আরও বড় বিপাকে শাহজাহান, ঘুম উড়ল সন্দেশখালির ‘বাঘে’র!

বিজেপি নেত্রী বলেন, ‘রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন। হেরে যাওয়ার পর ফের দিদি নম্বর ওয়ান চলবে। রাজনীতির দুনিয়ায় একেবারেই অনভিজ্ঞ উনি’। একদা সতীর্থের এই কটাক্ষ কানে এসেছে রচনার। তিনি পাল্টা বলেন, ‘আমি ওঁর মতো নই, ছুটি নিয়ে আসিনি। ও ৫ বছর আগে ছুটি নিয়ে এসেছিল। রাজনীতির দুনিয়ায় আমি নতুন, তবে মন থেকে করব। আর মন থেকে কিছু করলে জয়ী হওয়া যায়’।

rachana banerjee tmc candidate

প্রসঙ্গত, দিন কয়েক আগে সিঙ্গুরের এক তৃণমূল কর্মীর বাড়ির দই খেয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন রচনা। বাড়িতে নিয়ে যাবেন বলেও জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী। আজ ঘুগনি খেয়েও তারিফ করেন তিনি। ‘দিদি নম্বর ওয়ান’, ‘খুব ভালো ঘুগনি। আমার বাড়ির চেয়েও ভালো। এখানকার সবই ভীষণ ভালো, ঘুগনিও খুব সুন্দর। আমি তো খাওয়ার মধ্যেই আছি। নিজেও খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X