হঠাৎই লঞ্চ ভাড়ায় বড়সড় বদল! পকেটে টান পড়তে চলেছে এই ৩ জেলার যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : এবার এক লাফে অনেকটা বৃদ্ধি পেল লঞ্চ ভাড়া। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বহু মানুষ নিত্যদিনে যাতায়াতের জন্য বেছে নেন ফেরি সার্ভিসকে (Ferry Service)। হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি এবং দক্ষিণ ২৪ পরগণার নূরপুরের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল লঞ্চ।

ফেরি সার্ভিস আরো উন্নত করার জন্য সম্প্রতি তৈরি করা হয়েছে নতুন জেটি। এছাড়াও জলে নামানো হয়েছে একটি শক্তিশালী লঞ্চ। এমন অবস্থায় ভাড়া বাড়ানো হয়েছে ফেরি সার্ভিসের। সোমবার থেকে প্রযোজ্য হবে এই নতুন ভাড়া (Fare Hike)। এই সংক্রান্ত নোটিশ দেখা গেছে লঞ্চ ঘাটে। জানা যাচ্ছে নতুন লঞ্চ জেটি থেকে আগামী সোমবার লঞ্চ ছাড়বে।

ইতিমধ্যেই পুরনো লঞ্চের বদলে নতুন লঞ্চ পরিষেবা শুরু হয়ে গিয়েছে এই রুটে। এই আবহে লঞ্চের ভাড়া বৃদ্ধি করা হয়েছে ২ টাকা। এতদিন পর্যন্ত লঞ্চের ভাড়া ছিল ৮ টাকা। আগামী সোমবার থেকে তা বেড়ে দাঁড়াবে ১০ টাকায়। হঠাৎ করে ভাড়া বাড়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেড দাবি করেছে, ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে তারা অবগত নয়।

সূত্রের খবর, যাত্রীদের আবেদনে গত জুন মাস থেকে নতুন শক্তিশালী লঞ্চ নামানো হয়। এই নতুন লঞ্চে খরচ হয় বেশি জ্বালানি। পুরনো ভাড়ায় সেই খরচা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে কর্মচারীরা সমিতিকে অবগত না করেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবং এই সংক্রান্ত নোটিশ টাঙিয়েছে লঞ্চ ঘাটে।

যদিও যাত্রীরা অভিযোগ করেছেন নতুন লঞ্চ জলে নামানোর পর থেকেই ইচ্ছামতো ভাড়া নিচ্ছিল লঞ্চ কর্মীরা। অপরদিকে, ফেরিঘাটের কর্মীদের বিরুদ্ধে টিকিট কারচুপির অভিযোগও তুলেছেন যাত্রীরা। নিয়ম অনুযায়ী যাত্রীরা ফেরিঘাট থেকে বেরোনোর সময় টিকিট পরীক্ষকরা তাদের কাছ থেকে লঞ্চের টিকিট নিয়ে ছিঁড়ে ফেলে দেন।

maxresdefault 49

কিন্তু অভিযোগ উঠছে টিকিট পরীক্ষকরা যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে তা পকেটে পুরে নিচ্ছেন। সমবায় সমিতি স্বীকার করে নিয়েছে গাদিয়াড়া শুধু নয়, বাউড়িয়া, বজবজ, নাজিরগঞ্জ হাওড়া থেকেও এমন অভিযোগ আসছে। সমিতি জানিয়েছে কোথাও কোথাও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর