আশার আলো Vodafone ও Idea এর সামনে, মিশে যেতে চলেছে এই দুই সংস্থা

বাংলাহান্ট ডেস্কঃ এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, টাটা টেলিসার্ভিসেস-সহ দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে অ্যাডজাস্টেড গ্রস রেফিনিউ (এজিআর) হিসাবে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার শেষ দিন ছিল ১৫ ফেব্রুয়ারি ২০২০।  এর মধ্যে লাইসেন্স ফি বাবদ ৯২ হাজার ৬৪২ কোটি টাকা এবং স্পেকট্রাম ফি বাবদ ৫৫ হাজার ৫৪ কোটি টাকাও দিতে হত। । যার জেরে দেউলিয়া হবার মুখে দাঁড়িয়ে ছিল ভোডাফোন।

5551552855 941133d518 b
during the Vodafone Formula One and V8 Supercar driver exchange at the Mount Panorama Circuit, Bathurst, New South Wales, Tuesday, March 22, 2011.

এবার এই তীব্র আর্থিক সংকটের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ভোডাফোন আইডিয়ার জন্য। টাওয়ার সংস্থা ভারতী ইনফ্রাটেল এবং ইন্ডাস টাওয়ার সংযুক্তিকরণের প্রস্তাবে শুক্রবার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর (DoT)। এই নির্দেশের ফলে ভোডাফন আইডিয়ার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরী হল।

ইন্ডাস টাওয়ার সংস্থায় ১১.১৫ শতাংশ অংশিদারিত্ব ভোডাফোন আইডিয়ার। ভারতী ইনফ্রাটেলের সঙ্গে সংযুক্তিকরণের পরে নিজেদের এই অংশ বিক্রি করে দিতে চায় তারা। এই শেয়ার বিক্রির মাধ্যমে ভোডাফোন আইডিয়া প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঘরে তুলবে।

 এয়ারটেলের সাথে যুক্ত হতে চলেছে টাটা টেলেকম ডট এই ব্যাপারে ইতিমধ্যে সম্মতি দিয়েছে বলে জানা যাচ্ছে। দুবছর ধরে চলছিল এই সংযুক্তি করনের বিশেষ প্রক্রিয়া বিশেষজ্ঞদের ধারনা এই দুই কোম্পানির সংযুক্তি জিও কে প্রতিযোগিতার মুখে ফেলবে।

টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জে জানিয়েছে, ভারতী এয়ারটেলের সঙ্গে জোট বাঁধার সবুজ সংকেত পেয়েছে তারা।

৬ ফেব্রুয়ারি ডট ভারতী এয়ারটেলের সঙ্গে টাটা টেলি সার্ভিসকে জোট বাঁধার অনুমোদন দিয়েছে। গত বছরের ১ জুলাই ভারতী এয়ারটেল জানিয়েছিল টাটা টেলি সার্ভিস লিমিটেড এয়ারটেলের অংশ হতে চলেছে।

সম্পর্কিত খবর