কূটকচালি ছেড়ে পিরিয়ড নিয়ে বার্তা ‘হরগৌরী পাইস হোটেলে’, ধন্য ধন্য করছে নেটপাড়া

   

বাংলা হান্ট ডেস্ক : স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkins) বা পিরিয়ড (Period) নিয়ে ছুৎমার্গের শেষ নেই। আজও পাড়ার দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে গেলে তা কাগজে মুড়িয়ে বা কালো প্লাস্টিকেই দেয়। যদিও পিরিয়ডের মত একটা স্বাভাবিক বিষয় নিয়ে সকলের এত অস্বস্তি কেন তার উত্তর আজও অজানা। তবে এবার এই বিষয়টাকেই হাইলাইট করল স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)।

আসলে আজকালকার দিনে দাঁড়িয়েও অনেক বাড়িতে তো আবার পিরিয়ডের সময় মন্দিরে ঢোকা বারণ, পুজো দেওয়াও বারণ। অনেক সময় আবার বাড়ির পুরুষদের সামনে পিরিয়ড শব্দটা উচ্চারণ করাও মানা। বাড়ির মেয়ে বা বৌ রজঃস্বলা হয়েছে এই কথাটাই পুরুষদের সামনে বলা বারণ। তবে এবার এইসব প্রচলিত ধ্যান ধারণা ভাঙার জন্য এক সামাজিক বার্তা নিয়ে এল স্টার জলসার এই জনপ্রিয় মেগা।

দিনকয়েক আগেই এই সিরিয়ালে দেখানো হয় যে, শঙ্করের দাদা পারিবারিক খরচ খরচার হিসেব চাইছেন‌। তিনি জানতে চাইছেন যে তার অবর্তমানে এত বাড়তি খরচ কিসে হয়েছে? সেইসময় বাড়ির মেয়েরা তার ভয়ে জানায়, তাদের কোনোরকম হাতখরচ চাইনা। তবে ঐশানী তো মুখ বন্ধ করে থাকার মেয়ে নয়। সে স্পষ্টই জানায় যে, বাড়ির প্রতিটি মেয়ের একটা হাতখরচ দরকার‌।

আরও পড়ুন : শ্রাবণের চেয়েও ঢের বেশি জনপ্রিয় এবং সুন্দরী ওমকারের স্ত্রী! রইল তার পরিচয় এবং ছবি

কারণ জানতে চাওয়া হলে সে বলে, মেয়েরা প্রতি মাসে রজঃস্বলা হয় এবং তার জন্য তাদের দরকার হয় স্যানিটরি ন্যাপকিনের। এই কথা শুনে সবাই এমন ভাব করে যেন কোথাও বোমা ফেলা হয়েছে। শঙ্করের দাদা সহ বাড়ির মেয়েরাও কানে হাত চাপা দেয়। তবে সেসবকে তোয়াক্কা না করে ঐশানী বলে ওঠে, ‘এটা তো লজ্জার কোনও বিষয় নয়। মেয়েরা রজঃস্বলা হয় বলেই নতুন প্রাণের জন্ম হয়।’ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে, এটা লুকিয়ে রাখার মত কোনো বিষয় নয়।

আরও পড়ুন : সিভিক পুলিশকে গাড়িতে ঝুলিয়ে নিয়ে যাওয়াই হল কাল! আসল ঘটনা সামনে আসতেই মাথায় বাজ

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’র বন্দনা। নির্দিষ্ট এই ক্লিপটা শেয়ার হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে। এক মহিলা বাহবা দিয়ে লিখেছেন, ‘এগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হোক। প্যাড কাগজে নয়, এমনই বিক্রি হোক।’ অন্যজন লিখেছেন, ‘এই প্রথম কোনও ধারাবাহিকে সুস্থ মস্তিস্কের প্রমাণ পাওয়া গেল। সুন্দর বার্তা।’ উল্লেখ্য, এমনিতে টিআরপি তালিকায় খুব একটা ভালো অবস্থায় নেই ঐশানী ও শঙ্কর। এখন এই পর্ব তাদের জন্য গেম চেঞ্জার হয় কি না সেটা তো সময়ই বলবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর