IPL দেখতে Hotstar-র ১ বছরের সাবস্ক্রিপশন পেয়ে যান বিনামূল্যে! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ক্রিকেটপ্রেমীদের কাছে IPL মানেই এক বিরাট উন্মাদনার ক্ষেত্র। টি-টোয়েন্টি ক্রিকেটের এই রঙ্গমঞ্চের টানটান উত্তেজনার ম্যাচগুলি খুব সহজেই আকৃষ্ট করে ক্রীড়াপ্রেমীদের। বিশ্বের দাপুটে সব খেলোয়াড়রা অংশ নেন এই খেলায়। আর যে কারণে শুধু ভারতবর্ষেই নয়, বরং সমগ্র পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে এই টুর্নামেন্টের দিকে।

চলতি বছরেও গত ২৬ মার্চ থেকে নির্ধারিত সময়ে দেশে শুরু হয়ে গিয়েছে IPL-এর আসর। রবিবার IPL-এ মাঠে নামতে চলেছে মুম্বাই এবং দিল্লি। যদিও, তারপরেই যুদ্ধে নামবে পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর। তবে, এই উত্তেজক ম্যাচগুলি যদি আপনি বিনামূল্যে দেখতে চান তাহলে আপনার কাছে রয়েছে একটি দারুণ সুযোগ। বর্তমান প্রতিবেদনে গ্রাহকেরা কিভাবে বিনামূল্যে Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশন পেতে পারেন সেই প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

বিনামূল্যে Hotstar-এর সাবস্ক্রিপশন পেতে Reliance Jio আপনাকে সাহায্যে করবে। Jio সম্প্রতি দু’টি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেগুলির মাধ্যমে আপনি বিনামূল্যে চলতি বছরের IPL-এর ম্যাচগুলি দেখতে পারবেন। আসুন জেনে নিই এই প্ল্যানগুলির দাম এবং সুবিধা সম্পর্কে।

Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান:
Jio-এর এই প্ল্যানটির দাম ২,৯৯৯ টাকা হলেও এটি কেবল সীমিত সময়ের জন্য উপলব্ধ রয়েছে। এই প্ল্যানে, গ্রাহকেরা প্রতিদিন 2.5 GB-র হাই-স্পিড ইন্টারনেট সহ যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা পাবেন।

এছাড়াও, OTT অ্যাক্সেসের ক্ষেত্রে, এই প্ল্যানটি এক বছরের জন্য Disney+Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন সহ সমস্ত Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধা প্রদান করে। এই প্ল্যানের বৈধতা হল পুরো এক বছর।

Jio-র ৫৫৫ টাকার প্ল্যান:
Jio-র এই প্ল্যানটি ৫৫ দিনের বৈধতার সাথে আসে। প্ল্যানটির সাহায্যে দৈনিক 1 GB-র হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এছাড়াও, যদি দৈনিক ডেটা সীমা ছাড়িয়ে যায়, তাহলে ইন্টারনেটের গতি কমে 64Kbps হয়ে যাবে। তবে, এই প্ল্যানে কোনো SMS এবং ভয়েস কলিংয়ের সুবিধা উপলব্ধ থাকেনা। যদিও, এই প্ল্যানটি সমস্ত Jio অ্যাপ এবং Disney+Hotstar-এর এক বছরের মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করে গ্রাহকদের।

JIO Offer

প্রসঙ্গত উল্লেখ্য, Jio এই দু’টি প্ল্যান IPL 2022-এর জন্য চালু করেছে। এছাড়াও, এই প্ল্যানগুলি কেবলমাত্র Jio-এর সেই সমস্ত প্রিপেইড ব্যবহারকারীরা পেতে পারেন যারা গত ২৮ দিন ধরে Jio-র যে কোনো একটি প্রিপেইড প্ল্যানে সক্রিয় রয়েছেন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর