বাংলা হান্ট ডেস্ক: “গ্রাম” (Village) এই শব্দটি শুনলেই সবার প্রথমে আমাদের মনে মাটির বাড়ি, বড় বড় পুকুর, সবুজ গাছপালা এবং মাঠের ছবি ভেসে ওঠে। তবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু গ্রাম রয়েছে যেগুলি তাদের অনন্য সব বৈশিষ্ট্যের জন্য পরিচিত হয়ে রয়েছে। শুধু তাই নয়, ওই গ্রামগুলিতে জীবনযাত্রার মান এতটাই উন্নত যে সেগুলি যেকোনো বড় শহরকেও টেক্কা দিতে পারে।
বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক গ্রামের প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। মূলত, ওই গ্রামটি চিনে অবস্থিত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই গ্রামের বাসিন্দাদের প্রত্যেকেই হলেন কোটিপতি। এমনকি, তাঁরা বিলাসবহুল ভাবেই জীবনযাপন করেন। পাশাপাশি, বাসিন্দারা যাতায়াতের জন্য ব্যবহার করেন হেলিকপ্টার।
তবে, এখানেই চমকের শেষ নয়। গ্রামটিতে বসতি স্থাপনকারী বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হয় বাংলো এবং গাড়ি। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে এই চমকপ্রদ গ্রামটি চিনের কোথায় অবস্থিত? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই গ্রাম চিনের জিয়াংসু প্রদেশে অবস্থিত রয়েছে। যেটির নাম হল “Huaxi Village”। পাশাপাশি, এটি “সুপার ভিলেজ” হিসেবেও সমধিক পরিচিত।
জানা গিয়েছে, ১৯৬০ সালে Wu Renbo-র একজন নেতার হাত ধরে এই গ্রামের প্রতিষ্ঠা হয়েছিল। গ্রামটিতে হেলিপ্যাড এবং থিম পার্কও রয়েছে। উল্লেখ্য যে, “Huaxi Village”-এ জনসংখ্যা হল প্রায় ২,০০০। পাশাপাশি, সেখানকার বাসিন্দারা প্রধানত ফল চাষ করেন। তবে, তাঁদের বার্ষিক আয় জানলে চমকে উঠবেন। জানা গিয়েছে, তাঁরা বছরে ৮০ লক্ষ টাকা আয় করেন।
এমতাবস্থায়, ওই গ্রামের বাসিন্দাদের বিলাসবহুল বাংলো এবং যানবাহনের পাশাপাশি হেলিকপ্টারও রয়েছে। জানা গিয়েছে, যখনই ওই গ্রামে কোনো বহিরাগত আসেন তখন তাঁকে কর্তৃপক্ষ বিনামূল্যে একটি গাড়ি এবং বাংলো দেয়। পাশাপাশি, যদি কেউ ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান সেক্ষেত্রে তাঁকে ওই বাংলো এবং গাড়ি ফেরত দিয়ে দিতে হয়।