কিছুদিন পরেই বড়দিন (Christmas) । তার আগেই এলো বড় খবর।একজন বিশিষ্ট ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক যীশুর (jesus) বাড়ি খুঁজে পাওয়ার দাবি করেছেন। কাঠামোটি প্রথম শতাব্দীর এবং সাইটটি বর্তমানে সিস্টারস অফ নাসারিথ কনভেন্টে রয়েছে। তার দাবি এই বাড়িতেই শৈশব কেটেছে যীশুর।
উনিশ শতকে যোসেফ এবং মেরির সাথে যিশু বড় হয়েছিলেন বলে প্রথমে সাইটটিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে ১৯৩০ এর দশক থেকে আর সেটিকে স্বীকৃতি দেওয়া হয় না। এবার এই প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন এটাই যে যীশুর ছোটবেলার বাড়ি ছিল তা প্রমাণ করার জন্য তার হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে।
ইজরায়েলের নাজারেথ শহরের এক গির্জার তলায় রয়েছে সেই ঘরটি। বাইবেল অনুসারে বেথেলহেম শহরে যীশুর জন্ম হয়। কেন ডার্ক নামের ঐ বিজ্ঞানী দাবি করেছেন তিনি ১৪ বছর ধরে এর ওপর গবেষণা করেছেন।
এই বাড়ির ছবি গুলি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এই কাঠামোটি আদেও যীশুর বাড়ি কিনা তা এখনো প্রমাণিত নয়। তবে বাড়িটির ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে।