বাংলাহান্ট ডেস্ক: টলিউডের অভিনেতার (tollywood actor) বাড়ি থেকে উদ্ধার করা হল নিখোঁজ এক মহিলাকে। মঙ্গলবার ভোররাতে পূর্ব বর্ধমানের বাদামতলার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। অভিযোগ উঠছে, তাঁকে নাকি জোর করে আটক করে রাখা হয়েছিল। এমন রহস্যজনক একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। নদিয়ার চাকদহে তাঁর বাড়ি। মহিলার স্বামী জানিয়েছেন অনেকদিন ধরেই বাতের ব্যথায় ভুগছিলেন তিনি। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন। একদিন হঠাৎ করেই গায়েব হয়ে যান মহিলা। একটি চিঠি শুধু লিখে রেখে গিয়েছিলেন। অনেক খোঁজখবর করার পরেও মেলেনি তাঁর হদিশ।
এ ঘটনা ছয় মাস দশ দিন আগের। এরপর হঠাৎ করেই সোমবার বাড়িতে ফোন করেন মহিলা। তিনি দাবি করেন, পূর্ব বর্ধমানের বাদামতলার এক টলি অভিনেতার বাড়িতে তাঁকে আটক করে রাকা হয়েছে। ওই বাড়িতে কয়েকজন সন্দেহজনক লোকজনের উপস্থিতিও দাবি করেন মহিলা। তিনি সন্দেহ করেছিলেন তাঁকে হয়তো পাচার করে দেওয়া হবে।
ফোন পেয়েই মহিলার স্বামী চাকদহ থানায় গোটা ঘটনা জানান। চাকদহ ও বর্ধমান থানার মিলিত তদন্তে মঙ্গলবার ভোর রাতে পূর্ব বর্ধমানের বাদামতলার একটি পুরনো বাড়ি থেকে উদ্ধার করা হয় মহিলাকে। মহিলার বয়ানে রহস্য আরো ঘনীভূত হয়েছে।
ওই মহিলার দাবি, দুজন লোক তাঁকে তুলে এনে বাদামতলার ওই বাড়িতে রেখেছিল। আরো কয়েকজন সন্দেহজনক লোকও নাকি ছিল ওই বাড়িতে। মহিলা লুকিয়ে বাড়ির কাজের লোকের ফোন থেকে বাড়িতে ফোন করতে সক্ষম হন। কিন্তু অদ্ভূত বিষয় হল, সেখানে পৌঁছে মহিলা ছাড়া আর কাউকেই দেখতে পায়নি পুলিস। ওই মহিলা কি অপহৃত হয়েছিলেন? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তদন্তে নেমেছে পুলিস।