বাংলায় ফের মধ্যযুগীয় বর্বরতার শিকার মহিলা, পরকীয়া সন্দেহে মাথা ন্যাড়া করে কালি লেপে দিল মাতব্বররা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরেই রাজ্যে মহিলাদের উপর অমানবিক অত্যাচারের কাহিনী উঠে আসছে। আর প্রতিবারই সালিশি সভা বা পাড়ার মাতব্বররা এই ঘটনার পিছনে দায়ী থাকছেন। এমনই আরও একটি ঘটনা উঠে এল রাজ্য থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের চৌষা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে যে, মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে পাড়ার মাতব্বরদের নির্দেশে স্থানীয়রা মহিলাকে ন্যাড়া করিয়ে তাঁর মাথায় কালি লেপে দেয়।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ডায়মন্ড হারবারের চৌষা গ্রামের এক গৃহবধূর সঙ্গে প্রতিবেশী এক যুবকের সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ উঠেছিল। ওই গৃহবধূ প্রেমিক দেবাশীষ মণ্ডলের বাড়ি যেতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা।

গৃহবধূকে ন্যাড়া করে তাঁর মাথায় কালি লেপে দেয় উত্তেজিত জনতা। ঘটনার খবর পেতেই ডায়মন্ড হারবার থানার পুলিশ সেখানে গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর