আজ অক্সফোর্ডে ঐতিহাসিক ভাষণ! ‘আলাদা করে পড়াশোনা করিনি’! জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টা তথা ভারতীয় সময় রাত ১০:৩০ নাগাদ শুরু হবে অনুষ্ঠান। কীভাবে এই ঐতিহাসিক ভাষণের জন্য প্রস্তুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী? এবার জানা গেল সেকথা।

মমতার (Mamata Banerjee) বার্তা শুনতে উন্মুখ অক্সফোর্ড!

গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। বিশ্ববিখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য অবশ্য আলাদা করে কোনও প্রস্তুতি নেননি মুখ্যমন্ত্রী। মমতার সফরসঙ্গী তথা তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তেমনটাই জানিয়েছেন।


আগেই জানা গিয়েছিল, সাংবাদিক হিসেবে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সঙ্গী হতে চলেছেন কুণাল (Kunal Ghosh)। এবার তিনিই জানালেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি। জীবনের পথচলা থেকেই আমি তৈরি’।

আরও পড়ুনঃ রাত থেকে উত্তপ্ত জগদ্দল! চলল দেদার গুলি-বোমাবাজি! হাইকোর্টে যাচ্ছেন অর্জুন সিং

একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গান লেখা থেকে ছবি আঁকা, সব কিছুতে পারদর্শী তিনি। লন্ডনে ভারতীয় হাই কমিশনারকে নিজের হাতে আঁকা ছবি ও লেখা কবিতার বই উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই যাত্রাপথেই মমতা বলেন, ‘আমি বক্তৃতা পারি না। আমি গান, রান্না, ছবি ভালোবাসি’। কুণালকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

mamata banerjee london

আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য উন্মুখ অগুনতি মানুষ। তবে এই অনুষ্ঠানের জন্য আলাদা করে প্রস্তুতি নেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি। জীবনের পথচলা থেকেই আমি তৈরি। কানে কানে আমাকে কিছু বললেও তথ্য মুখস্থ হয়ে যায়। মুখ্যসচিবকে জিজ্ঞেস করুন। আমি পড়াশোনায় ফাঁকিবাজ। তবে সব খবর রাখি, সবেতে রেডি’।

এদিকে ইতিমধ্যেই বাসে চেপে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) পোস্ট করে সেকথা জানিয়েছেন তাঁর সফরসঙ্গী কুণাল। তিনি লিখেছেন, ‘অক্সফোর্ড রওনা হলেন মুখ্যমন্ত্রী। বাসে, প্রতিনিধিদলকে নিয়ে। লন্ডন সময় সকাল সওয়া এগারোটা। আবহাওয়া এখন পরিষ্কার। ঠান্ডা 5/6. ওখানে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন কর্তৃপক্ষ, ঘুরিয়ে দেখাবেন, তারপর কর্তৃপক্ষ সৌজন্য বৈঠক করবেন। তারপর বিকেল পাঁচটায় (ভারতীয় সময় রাত দশটার পর) মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর