জেফ বেজসকে বোকা বানালেন মুকেশ আম্বানি, এভাবে Amazon-র থেকে ছিনিয়ে নিলেন Big Bazaar

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কৌশলের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে বিশ্বের অন্যতম সংস্থা Amazon-কেও! জানা গিয়েছে যে, ফেব্রুয়ারির শেষের দিকে, আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চুপচাপ কর্মচারী নিয়োগ করা শুরু করে এবং ফিউচার রিটেল লিমিটেড ও ফিউচার লাইফস্টাইল ফ্যাশন লিমিটেড দ্বারা পরিচালিত শতাধিক স্টোরের জন্য ইজারা চুক্তিতে স্বাক্ষরও করে।

এদিকে, Amazon ভারত ও সিঙ্গাপুর থেকে মোকদ্দমা এবং সালিশের মাধ্যমে আনুষ্ঠানিক অধিগ্রহণকে ব্লক করার চেষ্টা করেছিল। যদিও, আম্বানির কৌশলগত পদক্ষেপ Amazon-কে স্থির হতে বাধ্য করে এবং ভবিষ্যতের বিনিয়োগকারী এবং ঋণদাতাদের সম্পদ-বিপণন থেকে সতর্কও করে তোলে।

এই ঘটনায় ফিউচার রিটেলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চন্দ্রপ্রকাশ তোশনিওয়াল গত ২ মার্চ রিলায়েন্স রিটেইলের ইউনিটগুলিকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন ,”আমরা আশা করিনি যে আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা না করে, রিলায়েন্স গ্রুপ এমন কঠোর পদক্ষেপ নেবে!” পাশাপাশি, তিনি পেমেন্ট সংক্রান্ত ব্যাপারে আর যাতে কাটছাঁট না হয় সেই ব্যাপারেও নিশ্চয়তা চেয়েছেন।

এছাড়াও, গত ৫ মার্চ অন্য একটি চিঠি অনুসারে (ব্লুমবার্গের কাছে ফিউচার লাইফস্টাইলের পাঠানো উভয় চিঠির কপি রয়েছে) ফিউচার লাইফস্টাইল “উদ্বেগ ও দুঃখ” প্রকাশ করেছে এবং রিলায়েন্সকে “ঋণদাতাদের” দ্বারা পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধও জানিয়েছে। এছাড়াও, ব্যাঙ্ক ভবিষ্যতে ক্রেডিট লাইন কাটলে তা ইতিমধ্যেই নগদ-সঙ্কুচিত খুচরো বিক্রেতাদের কাছে অবশিষ্ট রয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, কিশোর বিয়ানির নেতৃত্বাধীন ফিউচার গ্রুপ দু’টি বড় কর্পোরেশনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে যখন অ্যামাজন, রিলায়েন্সের ২০২০-র আগস্টে ২৪৭.১ কোটি টাকার (প্রায় ৩.৪ বিলিয়ন ডলার) বিনিময়ে ফিউচার রিটেলের স্টোর এবং গুদাম কেনার প্রস্তাবে আপত্তি জানায়। এই প্রসঙ্গে মার্কিন ই-কমার্স জায়ান্ট বলেছে যে, চুক্তিটি অন্য একটি ফিউচার গ্রুপ ফার্মের সাথে ২০১৯-এর একটি চুক্তি লঙ্ঘন করেছে। কারণ এটি ফিউচার রিটেলকে লিকুইডেট করেছে, যা ঋণের বাধ্যবাধকতায় খেলাপি হয়েছে এবং দেউলিয়া হওয়ার ঝুঁকিরও সম্মুখীন হয়েছে।

পাশাপাশি, করোনা মহামারীর আগে, ফিউচার গ্রুপ ছিল ভারতের বৃহত্তম খুচরো চেইন। ঘটনাক্রমে এখন বিশ্বের অন্যতম দুই ধনী মুকেশ আম্বানি এবং জেফ বেজোসের জন্য বিতর্কের কেন্দ্রে এই গ্রূপ চলে আসে কারণ তাঁরা উভয়েই উপভোক্তা বাজারকে নিয়ন্ত্রণ করতে চান।

এদিকে, Amazon এবং ফিউচার গ্রুপের প্রতিনিধিদের পাঠানো ইমেলের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রিলায়েন্স। এমতাবস্থায়, ব্ল্যাকস্টোন ইনক এবং এল ক্যাটারটন সহ ফিউচার গ্রুপের বিনিয়োগকারী এবং ঋণদাতাদের ভাগ্য এখন কার্যত ঝুলে রয়েছে। কারণ আগামী ১৫ মার্চের মধ্যে রিলায়েন্স, ফিউচার এবং অ্যামাজন এই সংক্রান্ত মামার নিষ্পত্তি আদালতের বাইরে সম্পন্ন করে নিতে পারে। নতুবা মামলার অগ্রগতি সম্পর্কে সুপ্রিম কোর্টে রিপোর্ট করতে হবে তাদের।

এই প্রসঙ্গে আর্থিক উপদেষ্টা সংস্থা ব্রেসকন অ্যান্ড অ্যালাইড পার্টনার্স এলএলপি-এর মুম্বাই-ভিত্তিক প্রতিষ্ঠাতা নির্মল গাঙ্গওয়ালের মনে করছেন যে, রিলায়েন্সের কৌশলগত জয় হল তার “মাস্টার কি” যা তাকে আলোচনার টেবিলে সবচেয়ে শক্তিশালী অবস্থান দিয়েছে। পেট্রোকেমিক্যাল, অপরিশোধিত তেল পরিশোধন, খুচরো ব্যবসা, টেলিকম, ডিজিটাল পরিষেবা, গ্রিন এনার্জিতে রিলায়েন্সের আধিপত্য Amazon-কেও চমকে দিয়েছে বলেও জানান তিনি।

mukesh and bezos

এদিকে, প্রায় ২০০ টি রিলায়েন্স স্টোরের নীরব অধিগ্রহণ এবং ফিউচার স্টোরের জন্য ইজারা চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ৩০,০০০ ফিউচার গ্রুপ কর্মচারীকে চাকরির অফার পাঠানোর রিপোর্ট করার পরে অ্যামাজন মামলাটি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে আদালতে শুনানির সময় অ্যামাজনের অবিশ্বাসের বিষয়টি ক্রমশ সামনে আসে।

এই প্রসঙ্গে আমেরিকান ই-টেলারের আইনজীবী গোপাল সুব্রামানিয়াম বলেছেন, ফিউচার গ্রুপ তাঁকে বলেছিল যে, রিলায়েন্সের সাথে চুক্তিটি সম্পূর্ণ করতে ছয় মাস বা তার বেশি সময় লাগবে। কিন্তু, আদৌ তা হয়নি। যদিও, নগদের ঘাটতি এবং ক্রিয়াকলাপ হ্রাসের কারণে, দু’টি ফিউচার সংস্থার মোট ঋণ ৩০০ কোটি টাকারও বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর