বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার দর্শকরা তাঁকে চেনেন সিরিয়ালের (Serial) নায়িকা হিসেবে। কিন্তু দেবের হাত ধরে বড়পর্দার দর্শকরা পরিচিত হবেন তাঁর সঙ্গে। জ্যোতির্ময়ী কুণ্ডু, দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি ২’ এর অন্যতম নায়িকা তিনি। এই ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। জানা যাচ্ছে, তাঁর পরিবারের কেউই সেভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। তবে জ্যোতির্ময়ী ব্যতিক্রমী।
বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী (Serial)
বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী। সেখানেই বেড়ে ওঠা। অনেক ছোট থেকেই মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিত্য যাতায়াত ছিল তাঁর কলকাতায়। জ্যোতির্ময়ী বলেন, তাঁর মা বাবা তাঁর পাশে ছিলেন। রক্ষণশীল চিন্তাধারায় তাঁকে বেঁধে রাখেননি তাঁকে। তিনি যখন যেটা চেয়েছেন সেটাই করতে পেরেছেন।

ছোটপর্দা দিয়ে শুরু: ছোটপর্দায় ‘বঁধূয়া’ সিরিয়ালের হাত ধরে অভিনয় শুরু জ্যোতির্ময়ীর। তখন থেকেই পাকাপাকি ভাবে কলকাতায় থাকা শুরু করেন তিনি। তারপর থেকে আর পিছু ফিরতে হয়নি তাঁকে। সিরিয়াল শেষের পর এবার বড়পর্দায় পা রাখবেন জ্যোতির্ময়ী।
আরও পড়ুন : বাঙালি ঝোলে অরুচি? কর্ণাটকের স্টাইলে ঘিয়ে রোস্ট করুন মুরগির মাংস, জমে যাবে ডিনার
কী বললেন অভিনেত্রী: অভিনয়ে সুযোগ পাওয়া নিয়ে জ্যোতির্ময়ী (Serial) বলেন, তখন বয়স অনেক কম ছিল, অত কিছু বুঝতেনও না। ইনস্টাগ্রামে নিজের ছবি দেওয়ায় এক দিদি বলছিল ফটোশুটের কথা। টাকা পয়সা দিতে হবে ভেবে ভয় গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন : ক্রিসমাসের মেনুতে রাখুন গলদা চিংড়ির রোস্ট, ভিন্ন স্বাদে তাক লাগান অতিথিদের
প্রসঙ্গত, যদিও জ্যোতির্ময়ী বলেন, এভাবে দেব, মিঠুনের সঙ্গে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত তিনি। জানান, এত বড় তারকাদের সঙ্গে অভিনয় করছেন বুঝতেই পারেননি একবারও। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে প্রজাপতি ২।












