বাংলাহান্ট ডেস্কঃ প্রকৃতি মা যে কত সুন্দর, তার বর্ণনা আমরা বহুবার পেয়েছি। আবারও একবার অস্ট্রেলিয়া (Australia) থেকে প্রকৃতির একটি অপরূপ দৃশ্যের ছবি ভাইরাল (viral photo) হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে অভিভূত নেটনাগরিকরা। বহুল পরিমাণে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি কোণায় কোণায়।
ভাইরাল হওয়া ছবিটি অস্ট্রেলিয়ার একটি লেকের। ব্রুমস হেডের লেক কাকোড়া (Lake Cakora)। যেখানে হ্রদটি একটি গাছের মত আকার ধারণ করেছে। ‘Bird’s eye view’ থেকে দেখলে মনে হবে, সেখানে একটি বিরাট গাছ শুয়ে রয়েছে, কিংবা কেউ এঁকে দিয়েছেন। প্রকৃতির এই সুন্দর দৃশ্য স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অনেকেই।
https://www.instagram.com/p/CKfIsTJhBZC/?igshid=fi96idqscdph
পলি জমে জমে হ্রদটি একটি গাছের আকার নিয়েছে। গাছের ডাল পালা, শাখা প্রশাখাগুলোও যেন জীবন্ত। তবে হ্রদটির আকৃতির সম্পর্কে এখনও বিশদে জানা যায়নি।
ডেরি মরনি (Derry Moroney) নামক এক চিত্রগ্রাহক এই হ্রদের ছবিটি তুলেছেন। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে তিনি প্রতি সপ্তাহেই এই হ্রদটি পর্যবেক্ষণ করতেন। একটি ঝড়ের পর প্রথমবার তিনি এই হ্রদটি দেখেছিলেন। যা শুকিয়ে গিয়ে এমন গাছের আকার ধারণ করেছে। প্রকতির এই অপূর্ব সৃষ্টি দেখেই, দেরি না করে তা তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন।