বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সঙ্গে বর্তমানে আমেরিকার শুল্ক যুদ্ধ চলছে। এমতাবস্থায়, মার্কিন শুল্কের বিষয়ে ভারত কবে সুসংবাদ পাবে এই প্রশ্নই এখন রয়েছে সকলের মনে। ঠিক এই আবহেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক আলোচনা চলছে। তবে, কেন্দ্রীয় মন্ত্রী এই প্রসঙ্গে কোনও বিস্তারিত তথ্য জানাতে চাননি। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক আরোপিত উচ্চ শুল্ক সম্পর্কে জানতে চাইলে পীযূষ গোয়েল এক সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, এই সম্পর্কিত সিদ্ধান্তের বিষয়ে যখন একটি ঐক্যমতে পৌঁছনো হবে, তখন গণমাধ্যমকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।
আমেরিকার সঙ্গে ভারতের (India) বাণিজ্যিক আলোচনা কতদূর এগোল:
আলোচনা এগিয়ে চলেছে: পীযূষ গোয়েল বলেন যে, সামগ্রিকভাবে আলোচনা খুবই ইতিবাচক পরিবেশে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, “আমি আগেও অনেকবার বলেছি যে, মুক্ত বাণিজ্য চুক্তি বা বাণিজ্য আলোচনা কখনোই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হয় না। তাঁর মতে, জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে আমেরিকার সঙ্গে কোনও চুক্তি হবে না। তিনি আরও বলেন, দেশের (India) কৃষক, জেলে এবং MSME সেক্টরের স্বার্থ বিবেচনা করা হবে।
তাৎপর্যপূর্ণ মন্তব্য: উল্লেখ্য যে, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ আমেরিকা ভারতের (India) কৃষি ক্ষেত্রে ছাড় চাইছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় আধিকারিকদের একটি দল চলতি সপ্তাহে তাঁদের মার্কিন প্রতিপক্ষের সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য ওয়াশিংটনে ছিলেন।
আরও পড়ুন: ক্রিকেটে এবার নতুন নিয়ম! আর খেলা যাবে না এই শট, লাভবান হবেন বোলাররা
চলতি বছরের ফেব্রুয়ারিতে, ভারত (India) ও আমেরিকার নেতারা আধিকারিকের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নিতে বলেছিলেন। তাঁরা চুক্তির প্রথম ধাপটি ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেন। এখনও পর্যন্ত ৫ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। গত মাসে, গোয়েল বাণিজ্য আলোচনার জন্য নিউইয়র্কে একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: পাকিস্তানের বর্বরোচিত হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার! সিরিজ থেকে নাম প্রত্যাহার আফগানিস্তানের
এদিকে, মার্কিন শুল্কের কারণে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের (India) রফতানি ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করে গোয়েল বলেন, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) দেশের পণ্য ও পরিষেবা রফতানিতে বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর মাসে এটি প্রায় ৫ শতাংশ বেড়ে ৪১৩.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ওই সময়ে ভারতের পণ্য রফতানিও ৩ শতাংশ বেড়ে ২২০.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।