কোন পথে BJP-তে যোগদান করেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়? এবার সামনে এল গোটা ঘটনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে (BJP) যোগদান করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Of Calcutta High Court Abhijit Gangopadhyay)। তমলুক থেকে প্রার্থীও হচ্ছেন তিনি। একথা সকলেরই জানা। তবে যেটা অজানা তা হল কীভাবে বিজেপিতে যাওয়ার পথ তৈরী করলেন তিনি? রাজনীতির আঙিনায় প্রাক্তন বিচারপতির আগমন ঠিক কী ভাবে? এইবার এই সমস্ত বিষয়ে খোলসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গেরুয়া শিবিরে যোগদানের কথা জানিয়ে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে প্রাক্তন বিচারপতি জানান দুদিক থেকেই কথা হয়েছিল। তিনি বলেছিলেন, তার সঙ্গে বিজেপির যোগাযোগ হয়। এবার সেই বিষয়ে বিশদে জানালেন শুভেন্দু। মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে প্রচারের কর্মসূচিতে নেমেছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

এদিন সেখানেই প্রাক্তন বিচারপতি সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রথমে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম। পরবর্তীকালে অমিত শাহ ওনার সঙ্গে বৈঠক করেন। ওনার উচ্চতা অনুযায়ী অমিত শাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে উনি সিদ্ধান্ত নিয়েছেন। অবসর পাওয়ার আগেই উনি ইস্তফা দিয়েছেন আমাদের দলে যোগদান করেছেন। ওনাকে পেয়ে আমরা গর্বিত।’

প্রশ্ন আসে, কেন ওনাকে হঠাৎ রাজনীতিতে আনার চেষ্টা হল? এর জবাবে শুভেন্দু বলেন, ‘রাজ্যের দুটি জ্বলন্ত ইস্যুর মধ্যে অন্যতম একটি এই চাকরি দুর্নীতি।… রাজ্যের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অকুতোভয় হয়ে, মেরুদন্ড সোজা রেখে লড়াই করেছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।’

justice ganguly simple

আরও পড়ুন: ভোটের আগে বিরাট ধাক্কা! BJP-তে যোগ দিচ্ছেন শাসক দলের এই সাংসদ! শোরগোল রাজ্যে

বিরোধী দলনেতার কথায়, ন্যায়ের জন্য দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের লড়াই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে পড়ে। প্রসঙ্গত, তমলুকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যেই খেলা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এবার ভোটে কে বেশি ভালো খেলে সেটাই দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X