বাংলা হান্ট ডেস্ক: দিন যত বাড়ছে ততই বায়ু দূষণের মাত্রা বাড়ছে। শুধু বায়ু দূষণ বাড়ছে না বায়ু দূষণের (Air Pollution) প্রভাবে ছারখার হচ্ছে ফুসফুস হৃদপিণ্ড। বিষ বাষ্পের ফলে ছন্দপতন ঘটছে হৃদপিণ্ডের গতির, বাড়ছে হৃদরোগের ঝুঁকি (Heart Attack)। শরীরে জন্ম নিচ্ছে একাধিক মারণ রোগ। গবেষকরা দাবি করছেন বায়ু দূষণের ফলে বাড়ছে উচ্চ রক্তচাপের মাত্রা (High Blood Pressure), কিডনি রোগের ঝুঁকি। সম্প্রতি প্রকাশিত একটি বিশিষ্ট গণমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
বায়ু দূষণের (Air Pollution) ফলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি:
গবেষকরা বলছেন, দৈনিক প্রতি ঘনমিটার বাতাসে পিএম ১০ ও পিএম ২.৫-এর পরিমাণ যথা ১০০ ও ৬০ মাইক্রোগ্রাম অতিক্রম করলেই মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছিলাম এয়ার কোয়ালিটি ইনডেক্সের মান প্রায় ৫০০ ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল। আর তখন থেকেই গবেষকরা এই নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আসলে এই পিএম ২.৫ অতিসূক্ষ্ম প্রকৃতির, যেগুলো খালি চোখে সহজে দেখা যায় না। ফলে এগুলি ফুসফুস, হার্ট, মস্তিষ্ক বিভিন্ন জায়গায় প্রবেশ করে। আর এই কারণে আমাদের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে থাকে।
প্রশ্ন হচ্ছে এই পিএম আসলে কি? বিজ্ঞানী ভাষায় পিএম হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। এটি মূলত বাতাসে ভাসমান ধূলিকণা, যার মধ্যে কার্বন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, ওজন ইত্যাদি দূষিত পদার্থ মিশে থাকে। গবেষকদের মতে, শীতকাল আসলেই বাতাসে ভাসমান এই কণার মাত্রা বাড়তে থাকে এবং বায়ু দূষণের (Air Pollution) মাত্রা বাড়তে থাকে। এগুলি আমাদের শরীরে প্রবেশ করলে, হৃদপিণ্ডের (Heart) রক্তনালীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এমনকি হৃদপেশিও কাজ করা বন্ধ করে দেয়। রক্তনালী সঠিকভাবে কাজ না করলে রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর এই কারণে হৃদরোগের আশঙ্কাও কয়েকগুণ বেড়ে যায়।
আরও পড়ুন:ফের বাড়বে শক্তি! ভারতের নৌসেনায় জুড়বে আরও ২৬টি রাফাল, এই দেশের সাথে চূড়ান্ত হতে চলেছে চুক্তি
বায়ু দূষণের ফলে কোন কোন জায়গা সবচেয়ে ক্ষতির মুখে: সম্প্রতি একটি বিশিষ্ট গণমাধ্যম থেকে উঠে আসে, পৃথিবীর দূষিত শহরগুলির তালিকায় লাহোর ও দিল্লি রয়েছে সবার উপরে। এছাড়াও রয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলি। কালীপুজোর পর থেকেই দেখা যায় দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বাড়তে। একই সাথে কলকাতা সহ বিভিন্ন এলাকাতেও একই অবস্থা তৈরি হয়। এগুলি দেখতে কুয়াশা লাগলেও আসলে এগুলি বিষ ধোঁয়া।
আরও পড়ুন: বছরের শেষে বাজিমাত আম্বানির! Reliance Industries পেল ক্রিসমাস গিফট, জানলে উঠবেন চমকে
বায়ু দূষণের ফলে ঠিক কি কি রোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে: গবেষকদের মতে, বাতাসে ভাসমান দূষিত কণার মাত্রা বাড়লে শরীরে গ্যালেক্টিন প্রোটিনের পরিমাণ বাড়তে থাকে। এই উপাদানটি হৃৎপিণ্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস। এই রোগের আশঙ্কার পাশাপাশি বাড়ছে কার্ডিয়াক অ্যারিদমিয়ার ঝুঁকি। হার্ট অ্যাটাক, স্ট্রোক তো রয়েছে এছাড়াও কিডনিতে ক্ষতি, ফুসফুসে ক্যান্সার, নিউমোনিয়া, ব্রঙ্কাস, রক্ত চলাচলের মত সমস্যা ইত্যাদি তৈরি হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে এই বায়ু দূষণের ফলে ঠিক কারা সমস্যার মুখে: অতিরিক্ত বায়ু দূষণের ফলে বাচ্চা, বয়স্কদের হৃদপিণ্ডে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। এছাড়া যারা হাঁপানি, ডায়াবেটিস রোগীদের এক্ষেত্রে আশঙ্কা রয়েছে। তাই সকলেই এই বায়ু দূষণের (Air Pollution) হাত থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন।