অসম্পূর্ণই রয়ে গিয়েছে তাঁদের গল্পটা, সাত মাস পর এখন কেমন আছেন ঐন্দ্রিলার ‘সব্য’?

বাংলাহান্ট ডেস্ক: সময় থেমে থাকে না কারোর জন্যই। যার যাওয়ার সে চলে যায়। তার স্মৃতি সঙ্গে নিয়েই বেঁচে থাকে নিকটজনেরা। জগতের অলিখিত এই নিয়ম মেনেই চলছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) পরিবার। ছোট মেয়ের হাসিমুখটাই মনে রেখে দিয়েছেন তাঁরা। ঐন্দ্রিলার স্মৃতি বুকে নিয়েই জীবনের স্রোতে গা ভাসিয়েছেন তাঁর বাবা, মা, দিদি। আর অভিনেত্রীর সবথেকে প্রিয় মানুষটা? সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), কেমন আছেন তিনি?

গত বছর ১ লা নভেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। তার আগে দুবার ক্যানসারকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু দুই বাংলার সমস্ত মানুষের একনিষ্ঠ প্রার্থনা বিফল করে সব মায়া কাটিয়ে পরপারের উদ্দেশে পাড়ি দেন বছর ২৪ এর ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রীর অসুস্থতার শুরু থেকেই তাঁর পাশে পাশে ছিলেন সব্যসাচী। হাসপাতালকেই নিজের সাময়িক আস্তানা বানিয়ে ফেলেছিলেন তিনি।

How is aindrila sharma sabyasachi chowdhury now

সে সময়ে সবার মুখে মুখে ঘুরত সব্যসাচী ঐন্দ্রিলার নাম। বর্তমানের দেখনদারি সর্বস্ব ঠুনকো প্রেমের দুনিয়ায় তাঁদের নিঃস্বার্থ ভালবাসা নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল। ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে আড়ালে নিয়ে চলে গিয়েছিলেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নেন তিনি। বন্ধ করে দেন লেখালেখি।

সোশ্যাল মিডিয়ায় আর ফেরেননি তিনি। কিন্তু কাজে ফিরেছেন অভিনেতা। স্টার জলসার ‘রামপ্রসাদ’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। ঐন্দ্রিলা থাকলে কতটা খুশি হতেন সেটা মনে করেই নিজেকে কাজের সঙ্গে জড়িয়ে নিয়েছেন সব্যসাচী। পাশাপাশি সম্প্রতি আরো একটি বিষয় নতুন শুরু করেছেন তিনি।

নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি। ‘ইটস সব্য’ ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে তাঁর এই নয়া উদ্যোগ। নিজের ছোট টিম নিয়ে অডিও স্টোরি শোনান তিনি। বাংলা সাহিত্যের ক্লাসিকসের পাশাপাশি নিজের লেখা গল্পও অডিও স্টোরি আকারে আনার তাঁর ইচ্ছা রয়েছে বলে জানান সব্যসাচী। আপাতত অভিনয় আর ইউটিউব এই দুই নিয়েই রয়েছেন ঐন্দ্রিলার সব্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর