বুধবার থেকে হাসপাতালে জিতু, কমেনি জ্বর, আর্য-অপর্ণার TRP-তে প্রভাব পড়বে না তো?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। ঠিক কী হয়েছে অভিনেতার? এখন কেমন আছেন তিনি?

অসুস্থ রয়েছেন জিতু কামাল (Jeetu Kamal)

ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জিতু (Jeetu Kamal)। সূত্রের খবর অনুযায়ী, আউটডোর শুট চলাকালীনই ঘটে এই কাণ্ড। শুট করতে করতেই নাকি হঠাৎ অজ্ঞান হয়ে যান জিতু। শুরু হয় বুকে ব্যথা। সেই সঙ্গে কাঁপুনি দিয়ে আসে জ্বর। পরিস্থিতি দেখেই দ্রুত বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

How is jeetu kamal now in hospital

কী হয়েছে অভিনেতার: জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে বুকের এক্স রে করা হয় জিতুর (Jeetu Kamal)। পরদিন সকালে করা হয় আলট্রাসনোগ্রাফি। ঠিক কী হয়েছে অভিনেতার তা এখনও চিকিৎসকরা স্পষ্ট করে জানাননি। যদিও গুরুতর কিছু ধরা পড়েনি বলেই জানা যাচ্ছে। তবে জ্বর এখনও কমেনি তাঁর। ইতিমধ্যেই জিতুর (Jeetu Kamal) জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি লিখেছেন, ‘প্রার্থনা করি আমার সহ অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠুক’।

 আরও পড়ুন : লেপ-কম্বল রেডি করুন, চলতি সপ্তাহেই শীতের আমেজ, বৃষ্টি কি বিদায় নিল?

বার্তা দিয়েছেন জিতু: অনুরাগীদের উদ্বেগ দূর করতে বার্তা দিয়েছেন জিতুও (Jeetu Kamal)। হাসপাতাল থেকে তিনি বলেন, সমাজে তাঁর এতটাও অবদান নেই যতটা মানুষ তাঁর জন্য ভাবছেন। তাঁর মতে, তাঁর অসুস্থতার জন্য সিরিয়াল এবং সিনেমার প্রযোজকদের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। তাই ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন : সময় বাঁচবে প্রায় ৩ ঘন্টা! নতুন চারটি রুটে ছুটবে বন্দে ভারত, প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন

জিতুর কী হয়েছে তা জানার জন্য চিন্তায় রয়েছেন অনুরাগীরা। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সকলে। ই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দেখা যাচ্ছে জিতুকে। টিআরপি ভালোই উঠছে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সিরিয়ালে কোনও প্রভাব পড়বে কিনা সেটাই দেখার।