বাংলাহান্ট ডেস্ক : ঘোর বর্ষা। এদিকে সকাল থেকেই চড়া রোদ। অন্যান্য বারের মতো এবারে আর বৃষ্টিতে ভেজেনি একুশে জুলাই। প্রচণ্ড রোদ, গরমের মধ্যেই ধর্মতলা চত্বরে ভিড় করেছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিকে তীব্র গরমে সভার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। শুধু তিনি একা নন। সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ থেকে বিধায়ক মদন মিত্র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সাবিত্রী মিত্রও অসুস্থ হয়ে পড়েন এদিন।
একুশে জুলাইয়ের সভায় অসুস্থ শতাব্দী (Satabdi Roy)
এখন কেমন আছেন শতাব্দী (Satabdi Roy)? কী হয়েছিল তাঁর? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী সাংসদ বলেন, আজ এত রোদ আর গরম ছিল যে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শতাব্দীর (Satabdi Roy) কথায়, ‘মাথা ঘুরছিল। এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। দলের সদস্যরা বুঝতে পেরে জল দেন আমাকে। কিন্তু শারীরিক পরিস্থিতি ঠিক হচ্ছিল না কিছুতেই। তাই বাড়িতে চলে আসি’।
কেমন আছেন অভিনেত্রী: শতাব্দী (Satabdi Roy) জানান, এখন তিনি সুস্থ। অসুস্থ হয়ে পড়েছিলেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহাও। শতাব্দী (Satabdi Roy) জানান, তাঁর সঙ্গেই ছিলেন আসানসোলের সাংসদ। তিনিও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। দলের সদস্যরা তাঁর সঙ্গে রয়েছেন বলে জানান শতাব্দী (Satabdi Roy)। জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছেন সকলেই। অসুস্থ সাংসদদের খোঁজখবরও মুখ্যমন্ত্রী নিয়েছেন বলেই খবর।
আরও পড়ুন : বাংলাদেশ বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, ঝলসে গিয়েছে শতাধিক পড়ুয়া! রাষ্ট্রীয় শোক ঘোষণা মহম্মদ ইউনূসের
সকাল থেকেই ছিল গরম: অন্যান্য বার তৃণমূলের এই মেগা ইভেন্টের দিন বৃষ্টি হলেও আজ ছিল রোদ ঝলমলে আকাশ। বেশ খানিকটা চড়েছিল তাপমাত্রাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য মঞ্চ থেকে বলেন, আজ কেন বৃষ্টি হয়নি? সূর্যদেব বলছেন, চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে এবার আগুন ঝরবে।
আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে সোনার দামে উর্দ্ধগতি, চড়ল রূপোর দামও! আজ কত বাড়ল দর?
প্রসঙ্গত, একুশের মঞ্চে বড় চমক দিয়ে তৃণমূলে ফিরেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। উচ্ছ্বসিত রূপাঞ্জনা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমন্ত্রণ জানিয়েছেন। যা সমস্যা ছিল মিটে গিয়েছে। আগেও অভিনয় সামলেই রাজনীতি করেছেন তিনি। এবারও তাই করবেন। টলিউডের উন্নতিসাধনের জন্য কাজ করবেন।