শ্রেয়সের শারীরিক অবস্থা এখন কেমন? বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব

Published on:

Published on:

How is Shreyas Iyer physical condition now?

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজে হারের পর, টিম ইন্ডিয়া এখন ৫ ম্যাচের T20 সিরিজে অজিদের মুখোমুখি হবে। দুই দলের মধ্যে প্রথম ম্যাচটি সম্পন্ন হতে চলেছে আগামী ২৯ অক্টোবর। তার আগেই ভারতের T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন।

গুরুতর চোটের সম্মুখীন হন শ্রেয়স (Shreyas Iyer):

মূলত, সূর্যকুমার শ্রেয়সের (Shreyas Iyer) স্বাস্থ্যের ব্যাপারে সুসংবাদ শেয়ার করেছেন। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ODI-তে শ্রেয়স আইয়ার ফিল্ডিং করার সময়ে গুরুতর চোটের সম্মুখীন হন এবং তিনি ICU-তে চিকিৎসাধীন ছিলেন।

সূর্যকুমার যাদব কী তথ্য জানিয়েছেন: প্রথম T20-র আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট সম্পর্কে তথ্য উপস্থাপিত করেছেন। তিনি জানিয়েছেন, “আইয়ারের অবস্থার উন্নতি হচ্ছে। শ্রেয়স ফোনেও ধীরে ধীরে কথা বলছে। যার অর্থ সে সুস্থ হচ্ছে।” যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু ডাক্তাররা তার স্বাস্থ্যের উপর নজর রাখছেন। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে, তবে চিন্তার কিছু নেই।”

আরও পড়ুন: 7,000 mAh ব্যাটারি! রয়েছে অনবদ্য সব ফিচার্স, বাজেটের মধ্যেই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme

সূর্য আরও বলেন, “শ্রেয়স (Shreyas Iyer) যেভাবে আঘাত পেয়েছে তা খুবই বিরল। শ্রেয়াসও তো বিরল প্রতিভার অধিকারী। বিরল প্রতিভার সঙ্গে এমন বিরল ঘটনা কখনও কখনও হয়। ঈশ্বর তার পাশে আছেন, এবং শ্রেয়স দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমরা তাকে এখান থেকে আমাদের সঙ্গে নিয়ে যাব।”

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজে কোমর বেঁধে নামবে ভারত! কেমন হবে প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন?

শ্রেয়সের শারীরিক পরিস্থিতি: জানিয়ে রাখি যে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বর্তমানে সিডনিতে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে, তাঁর স্বাস্থ্যের ব্যাপারে কিছু ভালো খবর এসেছে। হাসপাতালে ভর্তির পর তিনি প্রথমবারের মতো শক্ত খাবার খাচ্ছেন। এছাড়াও, তিনি সাহায্য ছাড়াই কিছুটা হাঁটতেও সক্ষম হয়েছেন বলেও জানা গিয়েছে। ফিজিওথেরাপিস্টরা তাঁর শারীরিক উন্নতিতে সন্তুষ্ট। তাঁকে শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তিনি বর্তমানে জেনারেল ওয়ার্ডে রয়েছেন।