কত কোটি টাকার মালিক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের নতুন প্রেমিক, পরিমাণ জানলে চমকে যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গতনয়া সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রেমে মজেছেন ব্যবসায়ী ললিত মোদী (Lalit Modi)। বেশ কিছুদিন ধরে কানাঘুসো চললেও সম্প্রতি ললিত মোদী নিজে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তারা একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন। প্রকাশ্যে আসছিল তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এবার হয়তো ললিত মোদির সাথেই বিবাহ সূত্রে আবদ্ধ হবেন বিশ্বসুন্দরী (Ex Miss Universe) সুস্মিতা সেন।

যাকে নিয়ে এত আলোচনা কে সেই ললিত মোদী? জানেন তার মোট সম্পত্তির পরিমাণ? এক কথায় বলতে গেলে পুরো দস্তুর ব্যবসায়ী মানুষ ললিত। এর পাশাপাশি আইপিএল খেলার সৃষ্টিকর্তা তিনি। তিনি মোদী এন্টারপ্রাইজ এর সভাপতি। তাদের ব্যবসা ছড়ানো আছে পণ্য, মিডিয়া ,স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ,খাদ্য ও বিভিন্ন সেক্টরে। ভারতবর্ষ তো বটেই মোদী গ্রুপের ব্যবসার জাল ছড়ানো মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ললিত মোদির মোট সম্পত্তির পরিমাণ ৫৫৭ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ছাড়া ৪৫৫৫ কোটি টাকা। ভারতবর্ষের পাশাপাশি লন্ডনে তার একটি ৭০০০ বর্গফুটের পাঁচতলা প্রাসাদও রয়েছে। গুজরাটের এক ব্যবসায়ী পরিবারে জন্ম ললিত মোদীর। তার ঠাকুরদা গুজর মাল মোদী হলেন মোদী এন্টারপ্রাইজ ও মোদী নগরের প্রতিষ্ঠাতা। এরপর ৯০ এর দশকে ললিত মোদী ব্যবসার হাল ধরে অনেকটাই অগ্রসর করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯১ সাল নাগাদ নয় বছরের বড় এক মহিলার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন ললিত। ২০১৮ সালে ক্যান্সারে মৃত্যু হয় তার স্ত্রীর। অন্যদিকে বয়স বাড়লেও এখনো পর্যন্ত চিরতরুণীই রয়ে গেছেন সুস্মিতা সেন। এবার একে অপরের হাত ধরে এগোবার শপথ নিতেই জোর গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X