বাংলাহান্ট ডেস্ক : এসএসসি (SSC Scam) ও প্রাথমিক শিক্ষক নিয়োগে (TET Scam) দুর্নীতির অভিযোগের জোড়া ফলাই এমনিতেই নাজেহাল অবস্থা রাজ্য সরকারের। এর সঙ্গেই যুক্ত হলো ভুয়ো রেশন কার্ড বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড (Fake Ration Card) তৈরি করে কেন্দ্রের টাকা লুঠ করার অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই দুর্নীতি থেকে কত টাকা রাজ্য সরকার লুঠ করেছে, সেই হিসাবও এদিন তুলে ধরলেন তিনি।
কী হিসাব দিলেন দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী এই রাজ্যে ভুয়ো রেশন কার্ডের সংখ্যা ৬৮ লক্ষেরও বেশি। কেন্দ্র প্রতি মাসে কার্ড পিছু প্রায় ৩৫০ টাকা করে ভর্তুকি দেয়। এক বছরে মাথা পিছু মোট ৪ হাজার ২০০ টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। একটি কার্ডে ৪ হাজার ২০০ টাকা চুরি হলে ৬৮ লাখ কার্ডে বছরে ২ হাজার ৮৫৬ কোটি টাকা চুরি করেছে তৃণমূল।’
এদিন নিউটাউনে ইকো পার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু বলেন, ‘করোনার জন্য প্রায় দু’বছর ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেখানে ভুয়ো রেশন কার্ড তৈরি করে কোটি কোটি টাকা লুঠ করেছে তৃণমূল।’ এই ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কারা রেশন পেয়েছেন তাও জানতে চান তিনি। সাধারণ মানুষ যাতে এই চুরির ব্যাপারে জানতে পারেন, সেজন্যই সোশ্যাল মিডিয়াতেও এই তথ্য তুলে ধরেন বিজেপি নেতা। কিন্তু ভুয়ো রেশন কার্ড নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘দিলীপবাবুর কোনও কথারই আমরা উত্তর দেব না। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্য সভাপতি হয়েও তাঁকে সঙ্গে রাখেন না, তার কথার আবার কোনও দাম আছে নাকি? ওর কথার আর কী উত্তর দেব?’
সারা দেশে কত ভুয়ো রেশন কার্ড বাতিল?
খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের পরিসংখ্যন অনুযায়ী, ২০১৩ থেকে এই কাজ শুরুর পরে ২০২২ সালের মে মাস পর্যন্ত গোটা দেশে মোট ৪ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ২৩০টি ভুয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৩৮০টি রেশন কার্ড উত্তরপ্রদেশের (UP)। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে মোট ৬৮ লক্ষ ৬২ হাজার ৩৭১টি ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে। তার পরেই রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক ও রাজস্থানের মতো রাজ্যগুলি।