তোমার মত কত খেলোয়াড় এল, গেল! সামিকে কড়া ভাষায় বলেছিলেন ধোনি।

প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন কুল নামেই পরিচিত। তাকে সচারচর রাগতে দেখা যায় না। বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি যেমন নিজের রাগ কন্ট্রোল করতে পারেন না। মাঠে কোনো ক্রিকেটার কোনো ভুল করতে বিরাট মাঠেই প্রতিক্রিয়া দিয়ে বসেন। কিন্তু ধোনি একেবারেই এমন নন। ধোনির শাসন করার ধরনটাই আলাদা। কিছু দিন আগেই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব জানিয়েছিলেন ধোনি রেগে গেলে কি করেন। এর আগেও অনেক ভারতীয় ক্রিকেটারের থেকে জানা গিয়েছে ধোনি রেগে গেলে ঠিক কি হয়। তবে এবার ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সামি জানালেন ধোনির শাসন করার ধরন।

সামি জানালেন কিভাবে তিনি ধোনির কাছে বকুনি খেয়েছিলেন। 2013 দলে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ক্রিকেট কে বিদায় জানানোর পর ভারতীয় দলে অভিষেক হয় বাংলার পেসার মহম্মদ সামির। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ঘটে সামির। সেই সিরিজের ইডেন টেস্টেই সামি দেখিয়ে দেন তার ঝলক। ইডেন টেস্টের প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন ধোনি।

2137489558508885cda868e00606dbf350c2922949b3dee109c4eec6045d66a15a98ad2bd

তারপর 2014 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ধোনির কাছে কড়া ধমক খান সামি। সেই সিরিজের ওয়েলিংটন টেস্টে 302 রানে ব্যাটিং করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু সামির বলে বিরাট কোহলি যদি ম্যাকালামের ক্যাচ মিস না করতো তাহলে মাত্র 14 রানেই আউট হয়ে যেতেন ম্যাকালাম। তারপর আরও এক ভারতীয় ফিল্ডার সামির বলে ম্যাকালামের ক্যাচ ফেলে দেন। এরফলে মাথা গরম হয়ে যায় সামির। সামি রেগে এমন একটা বাউন্সার দেন যেটা ধোনির মাথার উপর দিয়ে পেরিয়ে যায়। তারপরই ধোনি এসে সামিকে জিজ্ঞেসা করে তিনি কেন এমন করলেন? সামি বলেন হাত থেকে বল ফস্কে গিয়েছিল। সেই সময় ধোনি কড়া ভাষায় সামীকে বলেন আমি তোমার সিনিয়র, তোমার ক্যাপ্টেন, তোমার মত কত ক্রিকেটার এল, চলে গেল। তাই আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না, অন্য কাউকে বোকা বানাবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর